ইনফোসিসের বোর্ড তাদের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে বৃহস্পতিবার। একইসঙ্গে প্রতি শেয়ারে ২১ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ হিসেবে, ২৯ অক্টোবর ২০২৪ তারিখ নির্ধারণ করা হয়েছে এবং ৯ নভেম্বর ২০২৪ হবে লভ্যাংশ প্রদানের দিন।
এক্সচেঞ্জে জমা দেওয়া ফাইলিংয়ে সংস্থা জানিয়েছে, “কোম্পানির পরিচালনা বোর্ড ১৬ এবং ১৭ অক্টোবর ২০২৪-এ অনুষ্ঠিত বৈঠকে একটি অন্তর্বর্তী লভ্যাংশ প্রতি ইক্যুইটি শেয়ারে ২১ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে, ২৯ অক্টোবর ২০২৪ রেকর্ড তারিখ এবং ৮ নভেম্বর ২০২৪ পেমেন্ট তারিখ হিসেবে নির্ধারণ করেছে।”
ইনফোসিসের দ্বিতীয় ত্রৈমাসিক ফলাফল:
ইনফোসিসের দ্বিতীয় ত্রৈমাসিক (২০২৪ সালের সেপ্টেম্বর শেষে) মোট মুনাফা ৬,৫০৬ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের ৬,২১২ কোটি টাকার তুলনায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এই ফলাফল বাজারের প্রত্যাশিত ৬,৭০০ কোটি টাকার চেয়ে কম।
অপারেশন থেকে আয় হয়েছে ৪০,৯৮৬ কোটি টাকা। যা বাজারের পূর্বাভাসের ৪০,৮৯০ কোটি টাকার থেকেও কিছুটা ছাড়িয়ে গেছে।
২০২৫ অর্থবছরের জন্য রাজস্ব বৃদ্ধির পূর্বাভাস ৩.৭৫ শতাংশ থেকে ৪.৫ শতাংশের মধ্যে আপডেট করেছে ইনফোসিস।
ইনফোসিসের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর সলিল পারেখ বলেন, “আমরা দ্বিতীয় ত্রৈমাসিকে ৩.১ শতাংশ কোয়ার্টার-অন-কোয়ার্টার বৃদ্ধি পেয়েছি, যা আর্থিক পরিষেবা ক্ষেত্রে ভালো গতি এনেছে। আমাদের ক্লাউড এবং জেনারেটিভ এআই-এ শক্তিশালী দক্ষতা সংস্থার গ্রাহকদের মধ্যে ক্রমবর্ধমান প্রাধান্য তৈরি করেছে।”