বিবি ডেস্ক: আয়কর রিটার্ন (ITR Filing) দাখিল করার প্রক্রিয়াটিকে সহজতর করতে গত দু’বছরে একাধিক পদক্ষেপ নিয়েছে আয়কর বিভাগ। ফর্ম সংশোধন এবং আয়কর রিটার্ন দাখিলের জন্য একটি নতুন পোর্টালও তৈরি হয়েছে। এই সব পরিবর্তন ছাড়াও, কর প্রদানের একটি নতুন পদ্ধতিও চালু করেছে আয়কর বিভাগ। যেখানে করদাতারা ইউপিআই (UPI) এবং ক্রেডিট কার্ডের (Credit card) মাধ্যমেও কর দিতে পারবেন।
কর জমা করার বিভিন্ন জানলা
নতুন সুবিধার আওতায় যে কোনো করদাতা অনুমোদিত ব্যাঙ্কের তরফে জারি করা ক্রেডিট কার্ড এবং ১৬টি ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এনএসডিএল (NSDL)-এর ওয়েবসাইটে ট্যাক্স পেমেন্ট করতে পারেন। ফলে এই ব্যাঙ্কগুলিতে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তা হলে আপনার কর দিতে সমস্যা হতে পারে। কিন্তু তাতে আপনার দুশ্চিন্তার দরকার নেই।
আয়কর বিভাগের প্রবর্তিত নতুন সুবিধায় ডেবিট কার্ড ছাড়াও ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, পে-অ্যাট-ব্যাঙ্ক কাউন্টার, ইউপিআই এবং আরটিজিএস, এনইএফটি-এর মাধ্যমে কর দেওয়া যেতে পারে।
কী ভাবে ইউপিআই এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কর জমা করবেন?
১. প্রথমে লগইন এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিং পোর্টালে লগইন করুন।
২. এই পোর্টালের মেনু থেকে E Pay Tax অপশনটি সিলেক্ট করুন এবং New Payment অপশনে ক্লিক করুন।
৩. যে ধরনের ট্যাক্স দিতে চান তা সিলেক্ট করে এগিয়ে যান।
৪. মূল্যায়ন বছর নির্বাচন করুন এবং আপনি যে বছরের জন্য কর দিচ্ছেন, তা সিলেক্ট করুন।
৫. এর পরে, ট্যাক্স ব্রেকআপ সম্পর্কে তথ্য দিন, যেমন ট্যাক্স, সারচার্জ এবং সেস ইত্যাদি সম্পর্কে তথ্য।
৬. এখানে ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং সুবিধা, পে-অ্যাট-ব্যাঙ্ক কাউন্টার, UPI এবং RTGS, NEFT পেমেন্ট অপশনগুলি দেখা যাবে।
৭. নিজের সুবিধামতো অপশন বেছে নিন। প্রয়োজনীয় তথ্যগুলি দিন।
৮. টাকা জমার পর ই-চালান ডাউনলোড করুন। আয়কর বিভাগও আপনাকে মেল এবং এসএমএসের মাধ্যমে কর দেওয়ার বিষয়ে অবহিত করবে।
আরও পড়ুন: বন্ডে বিনিয়োগে মিলতে পারে দারুণ লাভ! কী ভাবে বিনিয়োগ করবেন জেনে নিন