১৫ সেপ্টেম্বর আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার শেষ দিন। এই মুহূর্তে আইটিআর-১ ও আইটিআর-৪ ফর্ম ব্যবহার করে রিটার্ন জমা দেওয়া সম্ভব। তবে আইটিআর-২ এবং আইটিআর-৩-এর এক্সেল ইউটিলিটি এখনও প্রকাশিত হয়নি।
আয়কর রিটার্ন জমা দেওয়ার ধাপে ধাপে নির্দেশিকা:
১. প্রথমে আয়কর ই-ফাইলিং পোর্টালে লগ-ইন করে ‘Submit Return’ ক্লিক করুন। এরপর মূল্যায়ন বর্ষ (Assessment Year) ২০২৫-২৬ নির্বাচন করুন, যা আর্থিক বছর ২০২৪-২৫-এর জন্য।
২. এবার সিস্টেম আপনাকে করদাতার ধরন বাছাই করতে বলবে—যেমন ব্যক্তি (Individual) বা হিন্দু অবিভাজিত পরিবার (HUF)।
৩. পরবর্তী ধাপে, আপনার আয়ের উৎস অনুযায়ী যথাযথ ফর্ম বেছে নিতে হবে। বেতনভোগীদের জন্য আইটআর-১ এবং ব্যবসা বা পেশাজীবীদের জন্য আইটিআর-৪ উপযুক্ত। যদি আপনার আয়ের ধরন আইটিআর-২ বা আইটিআর-৩-র আওতায় পড়ে, তবেএর জন্য আপনাকে কয়েক দিন অপেক্ষা করতে হবে।
৪. ফর্ম নির্বাচনের পর সিস্টেম জানিয়ে দেবে যে নতুন কর ব্যবস্থা (New Tax Regime) স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য। সেক্ষেত্রে ট্যাক্স ক্যালকুলেটরে হিসাব করে পুরনো ও নতুন ব্যবস্থার মধ্যে তুলনা করে সিদ্ধান্ত নেওয়া বাঞ্ছনীয়।
যদি পুরনো ব্যবস্থায় আপনার কর কম হয়, তাহলে তা বেছে নেওয়া যেতে পারে। আর নতুন ব্যবস্থায় যদি কর কম হয়, সেটিও বেছে নেওয়া যায়।
সিস্টেম আপনাকে সতর্ক করে দেবে যে নতুন কর ব্যবস্থায় বেশ কিছু ছাড় (যেমন HRA, LTA, 80C, 80D, 80U, 80E, 80G, 80TTA, 80TTB এবং Chapter VIA ছাড়) পাওয়া যায় না।
৫. ধরা যাক আপনি একজন বেতনভোগী এবং আপনার মোট বার্ষিক আয় ৫০ লক্ষ টাকার মধ্যে, তাহলে আপনাকে আইটিআর-১ ফর্মটি নির্বাচন করতে হবে। এরপর আপনার রিটার্নের বিশ্লেষণ যাচাই করে সারাংশ নিশ্চিত করুন এবং অবশেষে রিটার্ন ভেরিফাই করে জমা দিন।
৬. যদি আপনার করদায়িত্ব ইতিমধ্যে পরিশোধিত করের চেয়ে বেশি হয়, তাহলে বাকি কর আপনি ই-পে ট্যাক্স পোর্টালে তালিকাভুক্ত যে কোনও একটি ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন।
এখন আরও যে ৩১টি ব্যাংকে ই-পেমেন্ট সম্ভব:
অ্যাক্সিস ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক প্রভৃতি।
২০২৫ সালে যুক্ত হওয়া দুটি নতুন ব্যাংক:
- তামিলনাড় মার্কেন্টাইল ব্যাঙ্ক (৫ মার্চ থেকে)
- ইয়েস ব্যাঙ্ক (২৭ জুন থেকে)
এই সুবিধাগুলির ফলে করদাতারা সহজেই ঘরে বসে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।