ভারতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় গুগল পে একটি বড় পরিবর্তন এনেছে। সাধারণত এটি ডেবিট কার্ডের সঙ্গে যুক্ত করা যায়, তবে এখন রুপে ক্রেডিট কার্ড থাকলে আপনি ইউপিআই দিয়েও পেমেন্ট করতে পারবেন।
প্রযুক্তির উন্নতির ফলে এখন ক্রেডিট কার্ড ব্যবহারকারীরাও গুগল পে-এর মাধ্যমে অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে (যেমন অ্যামাজন, ফ্লিফকার্ট ইত্যাদি) নিরাপদ ও নির্ঝঞ্ঝাট লেনদেন করতে পারবেন।
রুপে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের গুগল পে-এর সঙ্গে তাদের কার্ড যুক্ত করবেন কি ভাবে, সেটাই জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
বর্তমানে রুপে ক্রেডিট কার্ড অনেক সরকারি, বেসরকারি ও আঞ্চলিক ব্যাংকে পাওয়া যায়। এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই, পিএনবি, অ্যাক্সিস ব্যাঙ্ক-সহ বহু ব্যাঙ্ক এই কার্ড ইস্যু করে।
গুগল পে-তে রুপে ক্রেডিট কার্ড যুক্ত করার ধাপ:
১. প্রথমে আপনার অফিসিয়াল জি-মেল আইডি ব্যবহার করে গুগল পে-তে রেজিস্টার করুন।
২. তারপর আপনার মোবাইলে গুগল পে অ্যাপটি খুলুন।
৩. প্রোফাইল ছবিতে ক্লিক করে ‘পেমেন্ট মেথডস’-এ যান।
৪. ‘অ্যাড রুপে ক্রেডিট কার্ড’ অপশনটি বেছে নিন।
৫. আপনার ব্যাংক নির্বাচন করুন এবং কার্ডের বিবরণ (কার্ড নম্বর, সিভিভি, মেয়াদ ইত্যাদি) দিন।
৬. রেজিস্টার করা মোবাইলে আসা ওটিপি দিয়ে কার্ডটি যাচাই করুন।
৭. ইউপিআই লেনদেনের জন্য একটি ইউপিআই পিন সেট করুন বা কনফার্ম করুন।
এই ধাপগুলি শেষ হলে আপনি কিউআর কোড, ইউপিআই আইডি বা মার্চেন্ট হ্যান্ডেল ব্যবহার করে সহজেই ইউপিআই পেমেন্ট করতে পারবেন।