বিমা প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহারের আবেদনে উজ্জীবিত শেয়ার বাজার, চাঙ্গা এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ…

বিমার উপর পণ্য ও পরিষেবা কর বা জিএসটি নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরীর মন্তব্যের হাওয়া লাগল বিমা কোম্পানিগুলোর স্টকে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে জীবন ও চিকিৎসা বিমা প্রিমিয়ামের উপর থেকে ১৮ শতাংশ পণ্য ও পরিষেবা কর অপসারণের অনুরোধ করেছেন নীতিন গডকরী। আর তার পরই, বুধবার বিমা কোম্পানিগুলির শেয়ার বাণিজ্যে ঊর্ধ্বগতি৷

বাজার বিশ্লেষকরা প্রস্তাবটির প্রশংসা করেন এবং এটিকে সংশ্লিষ্ট স্টকগুলির জন্য একটি আবেগগতভাবে ইতিবাচক পদক্ষেপ হিসাবে বিবেচনা করলেও রয়েসয়ে চলতে বলছেন। তাঁরা বিনিয়োগকারীদের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থমন্ত্রকের পদক্ষেপের জন্য অপেক্ষা করার পরামর্শ দেন।

২৮ জুলাই তারিখের একটি চিঠিতে, গডকরী বলেছিলেন, “জীবন এবং চিকিৎসা বিমা প্রিমিয়ামের উপর জিএসটি এই ক্ষেত্রের ব্যবসায়ের বৃদ্ধিতে একটি প্রতিবন্ধকতা হিসাবে প্রমাণিত হচ্ছে। যা পরিবর্তন করা প্রয়োজন”।

নাগপুর ডিভিশনাল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এমপ্লয়িজ ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন গডকরী। অর্থমন্ত্রীকে তিনি চিঠিতে লেখেন, “জীবন বিমা প্রিমিয়ামের উপর জিএসটি ধার্য করা জীবনের অনিশ্চয়তার উপর কর ধার্য করার সমান। যে ব্যক্তি জীবনের অনিশ্চয়তার ঝুঁকি কভার করে পরিবারকে কিছু সুরক্ষা দিতে চান, তাঁর এই ঝুঁকির বিরুদ্ধে কভার কেনার জন্য প্রিমিয়ামের উপর কর আরোপ করা উচিত নয়।”

এ দিন এইচডিএফসি লাইফের শেয়ারের দাম ইন্ট্রাডে ৩.১২ শতাংশ (প্রতি শেয়ারের দাম ৭১৮ টাকা) বেড়েছে, যেখানে এসবিআই লাইফের শেয়ারের দাম ২.৩ শতাংশ (প্রতি শেয়ারের দাম ১,৭৬০ টাকা), আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ২ শতাংশ (প্রতি শেয়ারের দাম ৭৩৯ টাকা) এবং লাইফ ইন্স্যুরেন্স যোগ করেছে কর্পোরেশন ০.৪ শতাংশ (প্রতি শেয়ারের দাম ১,১৯৩ টাকা)।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.