নয়াদিল্লি: চলতি বছরের অক্টোবর থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের মাধ্যমে ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স (ভিডিএ) পুনর্বিবেচনার মাধ্যমে মজুরি বৃদ্ধি করা হয়েছে। মূলত, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সামলাতে বিশেষত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সহায়তা করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারি তরফে জানানো হয়েছে, এই বর্ধিত মজুরি হার কার্যকর হবে ১ অক্টোবর, ২০২৪ থেকে। নতুন মজুরি কাঠামো নির্মাণ, লোডিং এবং আনলোডিং, প্রহরা, পরিস্কারকর্ম, গৃহপরিচর্যা, খনন এবং কৃষি ক্ষেত্রের শ্রমিকরা এতে উপকারী হবেন।
মজুরি কাঠামোটি শ্রমিকদের দক্ষতা অনুযায়ী বিভক্ত করা হয়েছে — অদক্ষ, অর্ধদক্ষ, দক্ষ এবং উচ্চদক্ষ। এর পাশাপাশি, মজুরি হার ভৌগোলিক এলাকা অনুসারে এ, বি এবং সি বিভাগে ভাগ করা হয়েছে।
নতুন মজুরি বৃদ্ধির ফলে, “এ” বিভাগে অদক্ষ শ্রমিকরা যেমন নির্মাণ বা পরিস্কার কর্মে নিযুক্ত থাকলে প্রতিদিন ৭৮৩ টাকা এবং মাসে ২০,৩৫৮ টাকা আয় করবেন। অর্ধদক্ষ শ্রমিকরা প্রতিদিন ৮৬৮ টাকা এবং মাসে ২২,৫৬৮ টাকা পাবেন। দক্ষ এবং কেরানী পর্যায়ের শ্রমিকরা প্রতিদিন ৯৫৪ টাকা এবং মাসে ২৪,৮০৪ টাকা উপার্জন করবেন। উচ্চদক্ষ শ্রমিক এবং অস্ত্রবাহী প্রহরীরা প্রতিদিন ১,০৩৫ টাকা, যা মাসে ২৬,৯১০ টাকা হবে।
এই সংশোধিত মজুরি হার ২০২৪ সালে দ্বিতীয় বারের মতো পরিবর্তন হয়েছে। এর আগে এপ্রিল মাসে মজুরি পুনর্বিবেচনা করা হয়েছিল। সরকার প্রতিবার ভোক্তা মূল্যসূচকের (CPI) ওপর ভিত্তি করে এপ্রিল ও অক্টোবর মাসে মজুরি পুনর্বিবেচনা করে।
বিভিন্ন ক্ষেত্রে, ক্যাটাগরি এবং বিভাগের জন্য বর্ধিত মজুরি হার সম্পর্কিত আরও তথ্য চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল)-এর ওয়েবসাইট clc.gov.in-এ পাওয়া যাবে।