Connect with us

খবর

Gold Silver Price: ফের বাড়ছে সোনা, রুপোর দাম! গড়তে পারে নতুন রেকর্ড

করোনাভাইরাসের সংক্রমণ সোনায় টানছে বিনিয়োগ। নতুন রেকর্ড গড়তে পারে সোনার দাম!

Published

on

gold market

করোনাভাইরাসের সংক্রমণ সোনায় টানছে বিনিয়োগ। নতুন রেকর্ড গড়তে পারে সোনার দাম!

বিবি ডেস্ক: সোনার দাম আবারও বাড়ছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম বাড়ার পাশাপাশি এ দেশের বাজারে সোনার দাম আবার উপরের দিকে উঠছে। একই সময়ে রুপোর দামেও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, করোনা সংকটের মাঝে আবারও কি ৫০ হাজার টাকার গণ্ডি টপকাতে পারবে প্রতি ১০ গ্রাম সোনার দাম?

৫০ হাজার টাকার গণ্ডি টপকাতে পারবে সোনার দাম?

গত বছর করোনাভাইরাসের কারণে অর্থনীতি নিয়ে চরম উদ্বেগ ছিল। বিশ্বের একাধিক দেশের অর্থনীতি ভেঙে পড়ে। তবে তার পরেও সোনার আভা ম্লান হয়নি এবং সোনার দাম আকাশ ছুতে থাকে। এখন আবারও করোনা সংক্রমণের হার নতুন করে বাড়ছে। যে কারণে বিনিয়োগকারীরা আবার সোনার দিকে ঝুঁকছেন। সোনা আবারও নিরাপদ বিনিয়োগের মাধ্যম হয়ে উঠছে। গত আগস্টে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল প্রতি ১০ গ্রামে ৫৬,২০০ টাকা। মাঝে সোনার দামে ধস নামার পর তা আবার এক বার উপরের দিকে উঠছে।

নতুন রেকর্ড গড়তে পারে সোনার দাম!

শেয়ার বাজারে গ্রাফ উর্ধ্বমুখী হলেও ঝুঁকি থেকেই যাচ্ছে ৷ এই সময়েই বিনিয়োগকারীদের কাছে সোনায় বিনিয়োগ সব থেকে সুরক্ষিত বিনিয়োগ বলেই মনে করা হচ্ছে, ফলে হু হু করে বাড়েত পারে সোনার দাম। অনুমান করা হচ্ছে ২০২১ সালে সোনা নতুন রেকর্ড স্পর্শ করবে ৷ ৬৩,০০০ টাকা হতে পারে ১০ গ্রাম সোনার দাম। উল্লেখ্য, শেষ পাওয়া তথ্য অনুযায়ী, কলকাতায় ২২ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম ৪৬,৩২০ টাকা। অন্যদিকে ১ কেজি রুপোর দাম ৬৮,৬০০ টাকা।

করোনাভাইরাসের সংক্রমণ সোনায় টানছে বিনিয়োগ

দেশে করোনাভাইরাসের ঝুঁকি আবারও বাড়ছে। এ দিকে, বিনিয়োগকারীদের প্রবণতা আবারও নিরাপদ বিনিয়োগ হিসাবে বিবেচিত সোনার দিকে ঝুঁকতে শুরু করেছে। যে কারণে গত কয়েকদিনে সোনার দাম ফের বাড়তে শুরু করেছে। এর আগে সর্বোচ্চ চুড়ো থেকে সোনার দাম বেশ খানিকটা হ্রাস পাওয়ার পরে ফের তা বাড়ছে। দেশে আবারও প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৬-৪৭ হাজার টাকাতে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে অনেকগুলি বিষয় সোনার দামের উত্থানে অনুঘটক হিসেবে কাজ করছে। যেগুলি আগামী দিনে সোনার দামকে আরও ঊর্ধ্বমুখী করে তুলতে পারে।

আরও পড়তে পারেন: করোনাকালে এই ৩টি জায়গায় বিনিয়োগ করুন, দু:সময়ে কাজে লাগবে

Advertisement