ভারতের কৃষকদের জন্য নতুন উদ্যোগ: ৮টি ভাষায় ফসল সুরক্ষায় পরামর্শ দিতে ‘হ্যালো গোদরেজ’ চালু করল গোদরেজ অ্যাগ্রোভেট

ভারতের অন্যতম বৃহৎ খাদ্য ও কৃষি ব্যবসা সংস্থা গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড (GAVL) কৃষকদের জন্য ‘হ্যালো গোদরেজ’ নামে একটি বহুভাষিক ফসল সুরক্ষা পরামর্শ হেল্পলাইন চালু করেছে। কৃষকরা বাংলাসহ মোট ৮টি আঞ্চলিক ভাষায় সরাসরি ফোন কলের মাধ্যমে ফসল সংক্রান্ত যেকোনও সমস্যায় বিশেষজ্ঞদের কাছ থেকে বাস্তবসম্মত সমাধান পেতে পারবেন। সংস্থার তরফে জানানো হয়েছে, হিন্দি, মারাঠি, কন্নড়, তেলুগু, তামিল, পাঞ্জাবি ও ইংরেজি ভাষাতেও এই পরিষেবা পাওয়া যাবে।

উদ্যোগের লক্ষ্য

কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধি এবং তাদের প্রয়োজনীয় পরামর্শের জন্য ‘হ্যালো গোদরেজ’ হেল্পলাইনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এই উদ্যোগ সম্পর্কে গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বলরাম সিং যাদব বলেন, “কৃষক পরিবারগুলির উন্নয়নই গোদরেজ অ্যাগ্রোভেটের মূল লক্ষ্য। সঠিক সময়ে সঠিক সমাধানের প্রাপ্যতা কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘হ্যালো গোদরেজ’ আমাদের কৃষকদের এবং কৃষি বিশেষজ্ঞদের মধ্যে দূরত্ব কমিয়ে তাৎক্ষণিক ও ব্যক্তিগতকৃত সমাধান দিতে সাহায্য করবে।”

বর্তমান কৃষির চ্যালেঞ্জ

ক্রমাগত পরিবর্তনশীল আবহাওয়া পরিস্থিতি এবং কীটপতঙ্গের আক্রমণ কৃষকদের সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। এর ফলে, আধুনিক ফসল সুরক্ষা সমাধান এবং কৃষকদের নিজস্ব ভাষায় পরামর্শ পাওয়ার প্রয়োজনীয়তা বেড়েছে। এই প্রেক্ষাপটে ‘হ্যালো গোদরেজ’ হেল্পলাইন কৃষকদের সরাসরি বিশেষজ্ঞদের সঙ্গে যুক্ত করে সময়োপযোগী ও কার্যকর পরামর্শ প্রদান করবে, যা তাদের ফসল রক্ষায় সহায়ক হবে।

সংস্থার দৃষ্টিভঙ্গি

গোদরেজ অ্যাগ্রোভেটের ক্রপ প্রোটেকশন বিভাগের সিইও, রাজাভেলু এনকে বলেন, “‘হ্যালো গোদরেজ’ আমাদের সংস্থার ভারতীয় কৃষকদের প্রতি বিশ্বাসযোগ্য সহযোগী হয়ে ওঠার দৃঢ় প্রতিজ্ঞার প্রতিফলন। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা এবং সুনামকে কাজে লাগিয়ে আমরা কৃষকদের জন্য নির্ভরযোগ্য কৃষি তথ্য সরবরাহ করতে চাই, যাতে তারা টেকসই এবং লাভজনক কৃষিকাজে অগ্রসর হতে পারেন।”

কৃষকদের কাছে সরাসরি পৌঁছানোর লক্ষ্য

এই উদ্যোগের মাধ্যমে গোদরেজ অ্যাগ্রোভেট দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের কাছে পৌঁছাতে চায় এবং তাদের নির্দিষ্ট চাহিদা ও চ্যালেঞ্জগুলোর কার্যকর সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সঠিক সময়ে সঠিক তথ্য এবং মানসম্পন্ন পণ্য সরবরাহের মাধ্যমে কৃষক পরিবারগুলিকে আরও উন্নত ও সফল করতে সংস্থাটি অঙ্গীকারবদ্ধ।

হেল্পলাইন নম্বর

কৃষকরা যেকোনো সময় ফসল সুরক্ষা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য ‘হ্যালো গোদরেজ’ হেল্পলাইনে ০২২-২৫১৯ ৪৪৯১ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

সপ্তম পে কমিশন: সরকারি কর্মচারীদের জন্য কবে ডিএ বৃদ্ধির ঘোষণা করবে কেন্দ্র


Discover more from banglabiz

Subscribe to get the latest posts sent to your email.

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from banglabiz

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading