নয়াদিল্লি: ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়া (UIDAI) আবারও আধার কার্ড বিনামূল্যে সংশোধনের সময়সীমা বৃদ্ধি করেছে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করার শেষ দিন ধার্য ছিল। তবে, UIDAI এই সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে ১৪ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত করেছে। এর ফলে, চলতি বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত কোনও প্রকার ফি ছাড়াই আধার কার্ডে সংশোধনের সুযোগ পাবেন নাগরিকরা।
UIDAI-এর এই পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। বহু নাগরিকের আধার কার্ডে বিভিন্ন ভুল থাকে, যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি। এই ভুলগুলির কারণে সরকারি ও বেসরকারি নানা পরিষেবা পেতে সমস্যা তৈরি হয়। তাই আধার সংশোধন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা এখনও তাঁদের আধার কার্ড সংশোধন করেননি, তাঁদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
এই বিনামূল্যে আপডেট পরিষেবা UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে করা যাবে। ব্যবহারকারীরা লগইন করে প্রয়োজনীয় নথি আপলোডের মাধ্যমে আধার আপডেট করতে পারবেন। যদিও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে, যেমন মোবাইল নম্বর বা বায়োমেট্রিক আপডেটের জন্য, ফি প্রযোজ্য থাকবে। তবে সাধারণত নাম, ঠিকানা, জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে কোনও চার্জ নেওয়া হচ্ছে না এই সময়সীমার মধ্যে।
UIDAI এই সিদ্ধান্ত নিয়েছে যাতে আরও বেশি মানুষ তাঁদের আধার তথ্য সঠিকভাবে আপডেট করতে পারেন। আধার কার্ডের সঠিকতা বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবা গ্রহণের জন্য অপরিহার্য, এবং তাই এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
আধার সংশোধনের প্রক্রিয়া সহজ করে তোলার পাশাপাশি UIDAI বিনামূল্যে এই পরিষেবা দিয়ে নাগরিকদের সুবিধা বাড়িয়েছে। যারা এখনও আধার কার্ডে সংশোধন করেননি, তাঁরা ১৪ ডিসেম্বরের মধ্যে এই সুযোগ নিতে পারবেন।