১১ দিনে ভারতীয় স্টক মার্কেটে ৫,৬০০ কোটি টাকা ঢেলেছে এফপিআই

rupee dollar

বিবি ডেস্ক: ভারতীয় স্টক মার্কেটে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের (FPI) বিনিয়োগের পরিমাণ তাক লাগিয়ে দেওয়ার মতোই! চলতি সেপ্টেম্বরের ১১তম দিন পর্যন্ত ভারতীয় শেয়ার বাজারে তাঁরা ৫ হাজার ৬০০ কোটি টাকা ঢেলেছেন।

উৎসবের মরশুমে ক্রেতামহলের ব্যয় বৃদ্ধি এবং তুলনামূলক শক্তিশালী পরিকাঠামোর কারণে ভারতীয় বাজারে এফপিআই-এর আকর্ষণ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।

গত আগস্ট মাসে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় স্টকগুলিতে ৫১ হাজার ২০০ কোটি টাকা এবং জুলাই মাসে প্রায় ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছিলেন।

বর্তমানে ভারতীয় বাজার সম্পর্কে নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। গত বছরের অক্টোবরে ভারতীয় বাজার থেকে এফপিআই বিনিয়োগ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়।

২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জুনের মধ্যে, ২.৪৬ লক্ষ কোটি টাকার শেয়ার বিক্রি করেছিলেন তাঁরা। এর পরে, এই বছরের জুলাইয়ে প্রায় ৯ মাস পর বিনিয়োগ বাড়তে শুরু করে। যা এখন ক্রমশ ঊর্ধ্বমুখী।

শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, ভারতীয় বাজারে এফপিআই-এর কেনাকাটা অব্যাহত থাকবে। যদি মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ডের ফলন বাড়ে বা ডলার সূচক ১১০-এর উপরে চলে যায়, তা হলে তাদের প্রবণতা প্রভাবিত হতে পারে।

আরও পড়ুন: ৩ মাসে ইডি-র উদ্ধার ১০০ কোটি! কোথায় যাবে এই বিপুল পরিমাণ টাকা?

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.