টানা ৬ দিন নিম্নমুখী নিফটি ফিফটি, আর্থিক শেয়ারে ঊর্ধ্বগতিতে সেনসেক্স সামান্য লাভে বন্ধ

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভারতের শেয়ার বাজার মিশ্র প্রবণতায় দিন শেষ করল। আগের দিনের তীব্র বিক্রির ধাক্কা কাটিয়ে এদিন বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও দিনের শেষ ভাগে বিক্রির চাপে নিফটি ফিফটি ফের নিম্নমুখী হয়। তবে সেনসেক্স সামান্য ঊর্ধ্বমুখী ছিল, মূলত আর্থিক শেয়ারগুলির ভালো পারফরম্যান্সের কারণে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনা বিনিয়োগ নিয়ন্ত্রণে নতুন নির্দেশিকায় সাক্ষর করায় এশিয়ার অন্যান্য শেয়ার বাজারের তুলনায় ভারতীয় বাজার তুলনামূলক ভালো পারফর্ম করেছে। তবে চিনের ওপর এই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে ভারতীয় ধাতব শেয়ারগুলিতে। বিশেষজ্ঞদের মতে, চীনে ধাতব পণ্যের চাহিদা কমতে পারে, যা বিশ্বব্যাপী ধাতব দামের ওপর প্রভাব ফেলবে।

এদিন নিফটি ফিফটি সূচক ০.০৩ শতাংশ কমে ২২,৫৪৭ পয়েন্টে বন্ধ হয়, যেখানে সেনসেক্স ০.২০ শতাংশ বেড়ে ৭৪,৬০২ পয়েন্টে পৌঁছায়। পাঁচদিনের পতনের ধারা কাটিয়ে সেনসেক্স সামান্য লাভ দেখিয়েছে। অন্যদিকে, নিফটি মিডক্যাপ ১০০ সূচক ০.৮৮ শতাংশ কমে ৪৯,৭০২ পয়েন্টে এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ০.৪৪ শতাংশ কমে ১৫,৪০৮ পয়েন্টে দিন শেষ করেছে।

শেয়ার বাজারের পরিস্থিতি নিয়ে বিশ্লেষকরা বলছেন, এই সপ্তাহের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশ এবং মাসিক এক্সপায়ারির আগে বাজার অপেক্ষাকৃত স্থিতিশীল থেকেছে। উচ্চ মূল্যায়নের কারণে মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারগুলিতে বিক্রির চাপ অব্যাহত রয়েছে। সামনের দিনগুলিতে ভারতীয় রুপির উপর চাপ, বিদেশি বিনিয়োগকারীদের (FII) শেয়ার বিক্রি এবং শুল্ক সংক্রান্ত বিষয়গুলি বাজারের মনোভাবকে প্রভাবিত করতে পারে।

তাঁদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপি ডেটা এবং ভারতের অর্থনৈতিক পরিসংখ্যান আগামী দিনে বাজারের প্রবণতা ও কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্ত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.