:ইপিএফ (EPF, Employees Provident Fund)-এর গ্রাহকরা এখন মিসড কলের মাধ্যমে সহজেই তাদের পিএফ ব্যালেন্স এবং শেষ কিস্তির জমা হওয়া টাকার পরিমাণ জানতে পারবেন। এর জন্য শুধুমাত্র একটি মিসড কল দিতে হবে। তবে শর্ত হল, গ্রাহকের মোবাইল নম্বরটি ইউএএন (UAN, Universal Account Number) পোর্টালে নিবন্ধিত হতে হবে।
যেসব সদস্যরা UAN পোর্টালে নিবন্ধিত, তাঁরা ৯৯৬৬০৪৪৪২৫ নম্বরে মিসড কল দিয়ে তাঁদের পিএফ ব্যালেন্স ও সর্বশেষ অবদানের বিবরণ পেতে পারেন। তবে, সদস্যের ইউএএন-এর সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার বা প্যান (PAN)-এর যেকোনো একটি লিঙ্ক থাকতে হবে।
মিসড কল পরিষেবা ব্যবহারের জন্য শর্তাবলী:
১.মোবাইল নম্বরটি ইউএএন-এর সঙ্গে ইউনিফাইড পোর্টালে অ্যাক্টিভেট থাকতে হবে।
২. নিম্নলিখিত KYC-এর মধ্যে যেকোনো একটি ইউএএন-এর সঙ্গে লিঙ্ক থাকতে হবে:
- ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
- আধার
- প্যান
মিসড কল দিলে এটি স্বয়ংক্রিয়ভাবে দুইটি রিং পর কেটে যাবে এবং এই পরিষেবাটি ব্যবহারে কোনো খরচ হয় না।
ইউএএন সক্রিয়করণ লিঙ্ক:
ইউএএন সক্রিয় করতে https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ লিঙ্কটি ব্যবহার করুন।
ইপিএফও ওয়েবসাইট থেকে ব্যালেন্স চেক করার পদ্ধতি:
- ইপিএফও-এর অফিসিয়াল ওয়েবসাইটে (epfindia.gov.in) যান এবং ‘Services’ সেকশনের অধীনে ‘for employees’ অপশনে ক্লিক করুন।
- ‘Services’ এর অধীনে ‘member passbook’ অপশনে ক্লিক করুন।
- ক্লিক করলে, নতুন ওয়েবপেজে (passbook.epfindia.gov.in) নিয়ে যাবে।
- সেখানে UAN এবং পাসওয়ার্ড লিখুন।
- ক্যাপচা প্রবেশ করিয়ে সাইন ইন করুন।
- আধার-লিঙ্কড মোবাইলে ছয় সংখ্যার OTP পাঠানো হবে।
- OTP প্রবেশ করান।
- OTP না পাওয়া গেলে পুনরায় রিকোয়েস্ট পাঠাতে পারেন।
- পাসওয়ার্ড যাচাই হয়ে গেলে, আপনার অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য ইপিএফ ওয়েবসাইটে প্রদর্শিত হবে।
ইপিএফ ব্যালেন্স দেখার এই মিসড কল পরিষেবা ও অনলাইন পদ্ধতি গ্রাহকদের জন্য একটি সহজ উপায়।