কর্মসংস্থানের বড় সুযোগ, সাহায্য করছে এই সরকারি পোর্টাল

দেশের বেকারত্ব দূর করতে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। কর্মসংস্থানের সুযোগ সাধারণ যুবক-যুবতীদের কাছে পৌঁছে দিতে ২০১৫ সালের জুলাই মাসে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস (NCS) পোর্টাল চালু করেছিল কেন্দ্র। অসংখ্য তরুণ-তরুণী এই পোর্টাল থেকে সুবিধা নিয়ে চলেছেন। সারা দেশে প্লাম্বার, শিক্ষক এবং আইটি বিশেষজ্ঞের মতো শূন্য পদের তথ্য রয়েছে এই পোর্টালে।

ই-শ্রম নিবন্ধক এনসিএস পোর্টাল

শুক্রবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ই-শ্রম (e-Shram) নিবন্ধক এনসিএস পোর্টালে এমন ১০ লক্ষেরও বেশি কর্মপ্রার্থী নাম নথিভুক্ত করেছেন, যাঁরা সেখান থেকেই অনেকে ভালো কাজেরও সুযোগ পেয়েছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ভূপেন্দ্র যাদবের নেতৃত্বে সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে দেওয়া একটি বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বলে রাখা ভালো, ই-শ্রম পোর্টালটি ২০২১ সালের আগস্টে চালু করা হয়েছিল। যেখানে কর্মরতদের সঙ্গে শ্রমিক এবং অসংগঠিত ক্ষেত্রকে সাহায্য করার জন্য একটি ডাটাবেস তৈরি করা হয়। এখনও পর্যন্ত, প্রায় ২৮ কোটি ৫০ লক্ষ ই-শ্রম কার্ড ইস্যু করা হয়েছে।

বেসরকারি প্ল্যাটফর্মের সঙ্গে গাঁটছড়া

মন্ত্রক বলেছে, পোর্টালটি ২৭টি রাজ্য এবং মনস্টার ইন্ডিয়া, নকরি ডট কম, ফ্রেশার্সওয়ার্ল্ড, মেরা জব-এর মতো বেশ কয়েকটি বেসরকারি পোর্টালের সঙ্গেও একত্রিত হয়েছে। ওই বেসরকারি প্ল্যাটফর্মগুলিও চাকরি খুঁজে পেতে সাহায্য করে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পর্যায়ে কেরিয়ার সম্পর্কিত পরিষেবা প্রদানের জন্য ৩৭০টি মডেল কেরিয়ার সেন্টার স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

কী ভাবে নাম নথিভুক্ত করবেন

এনসিএস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট, ncs.gov.in-এ গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। এছাড়াও, আপনি কাছের কোনো মডেল কেরিয়ার সেন্টার, কমন সার্ভিস সেন্টার বা পোস্ট অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশনের সময় যে কোনো সহায়তার জন্য, 1800-425-1514 নম্বরে কল করে যাবতীয় বিষয় জেনে নিতে পারেন।

আরও পড়ুন: তিন মাসে সবচেয়ে বড় ধাক্কা, শেয়ার বাজারে ব্যাপক লোকসান বিনিয়োগকারীদের

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.