ভারতে আইফোন তৈরি নিয়ে আপত্তি তুললেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য সফরের সময় কাতারের দোহায় অ্যাপল সিইও টিম কুককে তিনি বলেন, ভারতে উৎপাদন কেন্দ্র না গড়ার জন্য। ট্রাম্পের দাবি, “ভারত নিজের খেয়াল রাখতে পারবে। আমি চাই না অ্যাপল সেখানে তৈরি করুক।” কুকের সঙ্গে এই বিষয়ে তাঁর ‘সামান্য সমস্যা’ হয়েছে বলেও জানান তিনি।
অথচ ভারত থেকে ‘নো ট্যারিফ ডিল’-এর প্রস্তাব পেয়েও ট্রাম্পের এই মনোভাব, যা স্পষ্টভাবে আমেরিকা-মুখী উৎপাদন নীতির ইঙ্গিত দেয়। ট্রাম্প আবারও অভিযোগ করেছেন, ভারত মার্কিন পণ্যের উপর উচ্চ হারে শুল্ক চাপায়।
এই অবস্থায় অ্যাপলের পরিকল্পনা বদলালে ভারতের জন্য বড় ধাক্কা হতে পারে। কারণ, গত এক বছরে ভারতে আইফোন উৎপাদন ৬০ শতাংশ বেড়েছে। টিম কুক নিজেই জানিয়েছেন, “আমেরিকায় বিক্রি হওয়া অধিকাংশ আইফোন ভবিষ্যতে ভারতে তৈরি হবে।”
ভারতের লক্ষ্য, বিশ্ব ইলেক্ট্রনিক্স উৎপাদনের হাবে পরিণত হওয়া। ট্রাম্পের মন্তব্য সেই উচ্চাকাঙ্ক্ষায় আপাতত ধোঁয়াশা তৈরি করল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।