অটোমোবাইল, অ্যালুমিনিয়াম এবং ফার্মাসিউটিক্যাল পণ্যের ওপর শীঘ্রই শুল্ক আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনটাই ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি তাঁর বৃহত্তর বাণিজ্য নীতির অংশ।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুদ্ধ বা অন্যান্য সমস্যার সময়ে এইসব পণ্যের প্রয়োজন হবে। তাঁর কথায়, “আমরা প্রতিটি দেশের দ্বারা প্রতারিত হয়েছি”।
মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানান, ২ এপ্রিল থেকে ট্রাম্প একাধিক শুল্ক আরোপ করতে চলেছেন। ওই দিন থেকেই মার্কিন সরকার “এক্সটার্নাল রেভিনিউ সার্ভিস” চালু করবে।
এর আগে ফেব্রুয়ারিতে ট্রাম্প অটোমোবাইল আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক এবং সেমিকন্ডাক্টর ও ফার্মাসিউটিক্যাল পণ্যের ওপর শুল্ক বসানোর পরিকল্পনার কথা জানান। তবে, তিন প্রধান মার্কিন অটোমোবাইল সংস্থার চাপে তিনি কিছু শুল্ক স্থগিত রাখতে রাজি হন।
ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ২ এপ্রিল “রিকিপ্রোকাল লেভি” কার্যকর করার সময় কিছু নির্দিষ্ট খাতের শুল্ক বাদ দেওয়া হতে পারে।
ইতিমধ্যেই ২ এপ্রিলকে “লিবারেশন ডে” বলে ঘোষণা করেছেন ট্রাম্প। তাঁর প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য ১.২ ট্রিলিয়ন মার্কিন ডলার আন্তর্জাতিক বাণিজ্য ঘাটতি কমানো, যুক্তরাষ্ট্রের শুল্ককে অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং তাদের বাণিজ্যিক বাধার প্রতিক্রিয়া দেওয়া।