দীপাবলি ২০২৪: জানুন ৩১ অক্টোবর যে সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে

ভারত জুড়ে ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার দিওয়ালি (দীপাবলি) উপলক্ষে সরকারি ছুটি পালিত হবে। এই উৎসব হিন্দু সম্প্রদায়ের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যা আলোর উৎসব হিসেবে পরিচিত। ধর্মীয় এবং সাংস্কৃতিক দিক থেকে এর তাৎপর্য অত্যন্ত গভীর এবং এটি সারা দেশজুড়ে উৎসাহ ও ধুমধামের সঙ্গে পালিত হয়।

অন্ধ্রপ্রদেশ, গোয়া, কর্ণাটক, কেরালা, পুদুচেরি, তেলেঙ্গানা এবং তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে ৩১ অক্টোবর ব্যাঙ্ক ছুটি থাকবে।

অন্যান্য রাজ্য যেমন দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ এই দিনটিতে দীপাবলি/কালীপুজো উদযাপন করবে। কিছু রাজ্যে, ১ নভেম্বর (শুক্রবার) অতিরিক্ত আঞ্চলিক ছুটি থাকবে কালীপুজো এবং ভূত চতুর্দশীর জন্য। তাই, ওই জায়গায় ব্যাঙ্কগুলো ১ তারিখেও বন্ধ থাকতে পারে।

অক্টোবর ২০২৪-এর উল্লেখযোগ্য ব্যাঙ্ক ছুটির তালিকা

এখানে অক্টোবর মাসে উল্লেখযোগ্য ছুটির তালিকা দেওয়া হল:

  • ১ অক্টোবর: জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন (শুধুমাত্র জম্মু ও কাশ্মীরে ছুটি)
  • ২ অক্টোবর: মহাত্মা গান্ধী জয়ন্তী/মহালয়া অমাবস্যা
  • ৩ অক্টোবর: শারদীয় নবরাত্রি ও মহারাজা অগ্রসেন জয়ন্তী
  • ৬ অক্টোবর: সাপ্তাহিক ছুটি (রবিবার)
  • ১০ থেকে ১৪ অক্টোবর: দুর্গাপূজা/দশেরা ছুটি
  • ১৬ অক্টোবর: লক্ষ্মীপুজো (আগরতলা, কলকাতা)
  • ১৭ অক্টোবর: মহর্ষি বাল্মীকি জয়ন্তী/কাতি বিহু
  • ২৬ অক্টোবর: অধিগ্রহণ দিবস (জম্মু ও কাশ্মীর)
  • ২৭ অক্টোবর: সাপ্তাহিক ছুটি (রবিবার)
  • ৩১ অক্টোবর: দীপাবলি/কালীপুজো/সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন/ভূত চতুর্দশী

এ বছরের অক্টোবর মাসে বেশ কয়েকটি ছুটি থাকায়, ব্যাঙ্কিং কাজকর্ম আগে থেকেই সেরে ফেলা ভালো। রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়াও এই বিশেষ ছুটিগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকে। তাই স্থানীয় ছুটির তালিকা দেখে নিন, কারণ নির্দিষ্ট অঞ্চলে ছুটির দিনগুলো সামান্য পরিবর্তিত হওয়ার সম্ভাবনা।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.