VAT কমালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সস্তা হল ডিজেল

kejri

বিবি ডেস্ক : দিল্লিবাসীকে স্বস্তি দিতে ভ্যাট কমিয়ে দিয়ে এক ধাক্কা ডিজেলের দাম আট টাকারও বেশি কমিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

গত কয়েকদিন ধরে রাজধানীতে পেট্রোলের থেকে অনেকটাই দামি হয়ে গিয়েছিল ডিজেল। একে করোনার দাপট তার উপর গায়ে ছ্যাঁকা ফেলে দেওয়ার মতো ডিজেলের দাম সব দিল্লিবাসীর হাঁসফাঁস অবস্থা হয়ে গিয়েছিল।

অবস্থাকে সামাল দিতে ভ্যালু অ্যাডেড ট্যাক্স (VAT)-১৬.শতাংশ করার সিদ্ধান্ত নেন দিল্লির মুখ্যমন্ত্রী। এর আগে দিল্লিতে ডিজেলের উপর ভ্যাট দিতে হতো ৩০ শতাংশ। ভ্যাট কমানোর ফলে রাজধানীতে এক লিটার ডিজেলের দাম কমেছে ৮.৩৬টাকা। বর্তমানে দিল্লিতে লিটারপিছু ডিজেলের দাম ৮১.৯৪টাকা। অন্যদিকে পেট্রোলের দাম ৮০.৪৩টাকা

বাকি মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম অপরির্বতীত রয়েছে।

শহরপেট্রলের দাম (টাকা/লিটার)ডিজেলের দাম (টাকা/লিটার)
কলকাতা82.1077.04
দিল্লি80.4381.94
মুম্বই87.1980.11
চেন্নাই83.6378.86
আজকের পেট্রোল ও ডিজেলের দাম

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.