টানা পতনের ধারায় ফেব্রুয়ারি মাসে খুচরো মূল্যবৃদ্ধি কমে সাত মাসের মধ্যে সর্বনিম্ন ৩.৬১ শতাংশে নেমেছে। মূলত শাকসবজি ও প্রোটিনসমৃদ্ধ খাদ্যপণ্যের দাম কমায় এই হ্রাস ঘটেছে, যা আগামী মাসে রিজার্ভ ব্যাংকের (আরবিআই) সুদের হার কমানোর জন্য আরও জায়গা তৈরি করছে।
জানুয়ারিতে খুচরো মূল্যবৃদ্ধি ছিল ৪.৩১ শতাংশ এবং ডিসেম্বরে ৫.২২ শতাংশ। এর আগে, ২০২৪ সালের আগস্টে মূল্যবৃদ্ধি ছিল ৩.৬৫ শতাংশ।
জাতীয় পরিসংখ্যান দফতরের (এনএসও) প্রকাশিত তথ্যে দেখা গেছে, ফেব্রুয়ারি ২০২৫-এ বার্ষিক মূল্যবৃদ্ধির হার ছিল ৩.৭৫ শতাংশ।
খাদ্য মূল্যবৃদ্ধির হার জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে ২২২ বেসিস পয়েন্ট কমেছে, যা মে ২০২৩-এর পর সর্বনিম্ন। মূলত শাকসবজি, ডিম, মাছ-মাংস, ডাল ও দুগ্ধজাত পণ্যের দামে পতনের ফলে এই হ্রাস হয়েছে।
আরবিআই-এর লক্ষ্যমাত্রা ৪ শতাংশ (+/- ২ শতাংশ) সীমার মধ্যে মূল্যবৃদ্ধি রাখা। গত মাসে কেন্দ্রীয় ব্যাংক ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট কমিয়েছে। আগামী ৯ এপ্রিল আরবিআই-এর পরবর্তী নীতি ঘোষণা রয়েছে।
গ্রাম ও কৃষি শ্রমিকদের জন্যও মূল্যবৃদ্ধির হার কমেছে। জানুয়ারিতে কৃষি শ্রমিকদের ক্ষেত্রে এটি ৪.৬১ শতাংশ এবং গ্রামীণ শ্রমিকদের জন্য ৪.৭৩ শতাংশে নেমেছে, যা ডিসেম্বরে ছিল যথাক্রমে ৫.০১ ও ৫.০৫ শতাংশ।
খাদ্য সূচকেও পতন দেখা গেছে—সিপিআই-এএল (কৃষি শ্রমিকদের জন্য) ডিসেম্বরে ১,২৬২ পয়েন্ট থেকে জানুয়ারিতে ১,২৫৫ পয়েন্টে নেমেছে, আর সিপিআই-আরএল (গ্রামীণ শ্রমিকদের জন্য) ১,২৬৯ থেকে ১,২৬১ পয়েন্টে নেমেছে।