ওয়েবডেস্ক : ১লা ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করেছে দেশের অর্থনীতিতেও।
শুধু ভারত কেন, সারা বিশ্বের অর্থনীতিতে অন্যতম প্রধান খেলোয়াড় চিন। সেই চিন এখন ব্যস্ত করোনাভাইরাস সামলাতে। ইতিমধ্যে ১৪০ জন মারা গিয়েছেন এই ভাইরাসের আক্রমণে। দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে দোকানপাট কার্যত বন্ধ।
এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের তথ্য অনুযায়ী এর আগে সার্স ভাইরাসের প্রকোপের সময় বিশ্ব অর্থনীততে ক্ষতি হয়েছিল ১৮ বিলিয়ন ডলার। এবার ক্ষতি পরিমাণ আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
চিনের শেয়ার বাজারে ইতিমধ্যেই এর প্রভাব পড়েছে। সেনঝেন এবং সাংহাই স্টক মার্কেট পড়েছে ৩.৫২ শতাংশ এবং ২.৫৭ শতাংশ।
এর প্রভাব পড়েছে জাপান আমেরিকা এবং ইউরোপের শেয়ার বাজারেও। ভারতে শেয়ার বাজারে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সোমবার থেকে।
জিডিপির বৃদ্ধি ইতিমধ্যেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদী সরকারের, তার উপর করোনাভাইরাসের আতঙ্ক গোদের উপর বিষ ফোড়ার মতো বিষয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
খনিজ দ্রব্য
চিন পৃথিবীর বৃহত্তম খনিজ দ্রব্য উৎপাদনকারী এবং উপভোক্তা দেশ। করোনাভাইরাসের প্রকোপে ধাক্কা খাবে উৎপাদন। ভারতও খনিজ দ্রব্যের জন্য অনেকটা নির্ভরশীল চিনের উপর। ফলে কিছুটা হলেও প্রভাব পড়বে।
ফার্মা কোম্পানি
ফার্মা কোম্পানিগুলিতে চিন থেকে আসা কাঁচামালের সরবরাহ কমেছে। এর ফলে ফার্মা কোম্পানিগুলির শেয়ার দরেরও প্রভাব পড়েছ।
বৈদ্যুতিন সামগ্রী
স্মার্ট ফোন থেকে এলইডি বাল্ব, প্রায় ৮০ শতাংশ বৈদ্যুতিন সামগ্রী ও যন্ত্রাংশ আসে চিন থেকে। করোনাভাইরাসের প্রকোপে উৎপাদনে প্রভাব পড়বে। এর ফলে বৈদ্যুতিন সামগ্রীর দাম ৩ থেকে ৪ শতাংশ বাড়তে পারে।
পর্যটন শিল্প
তবে, করোনাভাইরাসের প্রথম ধাক্কাটা এসেছে পর্যটন শিল্পে। চিন যাওয়ার জন্য বুকিং উল্লেখযোগ্য ভাবে কমছে। ক্লিয়ারট্রিপের প্রধান বালু রামাচন্দ্রন জানিয়েছেন,‘‘কারোনাভাইরসের খবর ছড়িয়ে পড়ার পর চিনে যাওয়ার জন্য বুকিং ৩১ শতাংশ কমেছে। ’’
থমাসকুক জানিয়েছে, পর্যটকরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন।
পর্যটন সংস্থাগুলির মধ্য থেকে কেউ কেউ আবার চিনে সফর বাতিল করলে তাকে বিকল্প জায়গার কথা বলা হচ্ছে ভ্রমণের জন্য।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা। এবং বায়োকনের চেয়ারপার্সন কিরণ মজুমদার স ।
এছাড়া গাড়ি শিল্প এবং মোবাইল উৎপাদন শিল্পেও প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।