বিবি ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যবসায়ীদের আবেদন করেছিলেন, করোনার ধাক্কায় ব্যবসায় মন্দা গেলেও কর্মী ছাঁটায়ের রাস্তায় না হাঁটতে। কর্পোরেট সংস্থাগুলি আপতত কর্মী ছাঁটাইয়ের রাস্তায় না গেলেও বেতন অন্যান্য সুবিধা ছাঁটায়ের রাস্তায় হাঁটতে শুরু করেছে।
এই কোপ উপর থেকে নীচতলা সব ধরনের কর্মীদের জন্য প্রযোজ্য হচ্ছে।
সরকারি সংস্থা এয়ার ইন্ডিয়া কর্মীদের বিনোদন ভাতা ছাঁটায়ের কথা ঘোষণা করেছে। এক্সিকিউটিভ পাইলট থেকে আরাম্ভ করে কেবিন ক্রু কেউ বাদ পড়বেন না এই ছাঁটায়ের কোপ থেকে।
এক বিজ্ঞপ্তি জারি করে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘বিশ্বের সাম্প্রতিক পরিস্থিতিতে, সংস্থার আর্থিক অবস্থার কথা মাথায় রেখে, খরচ কমানোর জন্য সংস্থা পদক্ষেপ নিচ্ছে।’’
শুক্রবার ভারতের বৃত্ততম টায়ার নির্মাতা সংস্থা অ্যাপলো টায়ার জানিয়েছে, ক্ষতিপূরণ হিসাবে সংস্থার শীর্ষকর্তাদের ১৫ থেকে ২৫ শতাংশ বেতন কাটা হবে। করোনাভাইরাসের কারণে ইউরোপ, উত্তর আমেরিকা, ভারতে সংস্থার ব্যবসা ধাক্কা খেয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
বেসরকারি বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগোও একাংশের কর্মীদের বেতন ছাঁটায়ের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এ’ ও ‘বি’ ব্যান্ড ছাড়া সব কর্মীদেরই বেতন ছাঁটাই করা হবে। ১ এপ্রিল থেকে এই ছাঁটাই কার্যকর হবে বলে সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার রণজয় দত্ত একটি আভ্যন্তরীণ ইমেলের মাধ্যমে জানিয়েছেন। ইন্ডোগোতে ‘এ’ এবং ‘বি’ ব্যান্ডের কর্মীরাই সবচেয়ে কম বেতন পান।
কম খরচে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা গোএয়ার তার একাংশের কর্মী বিনা মাইনেতে স্পল্প দিনের ছুটিতে যেতে বলেছে।
করোনা সংক্রমণের জেরে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে বিমান পরিষেবা ক্ষেত্র।
সূত্র: লাইভ মিন্ট