বিবি ডেস্ক: মাইনিং-এ ১০০% এফডিআইয়ের প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে কোল সেক্টরের ট্রেড ইউনিয়নগুলো। যা বন্ধ করতে ইতিমধ্যেই সরকারের তরফে সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে।
রবিবার সন্ধ্যায় ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক হয় প্রশাসনের। তবে কোনোভাবেই এই ধর্মঘট তারা প্রত্যাহার করবে না বলেই জানিয়ে দিয়েছেন ট্রেড ইউনিয়নের নেতারা। বলাবাহুল্য ধর্মঘটের জেরে কয়লা উৎপাদনে বেশ কিছুটা সমস্যা তৈরি হবে।
কয়লার সেক্টরের পাঁচটি ফেডারেশনের লক্ষাধিক কর্মচারী, সিঙ্গারেনি কোলিয়ারি এবং রাজ্য স্তরের কয়লাখনিগুলোর শ্রমিকরা এই ধর্মঘটে সামিল হবে।
আরএসএসের ভারতীয় মজদুর সংঘ নামে ট্রেড ইউনিয়ন এই একদিনের ধর্মঘটে সামিল না হলেও আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত একই ইস্যুতে ধর্মঘটের ডাক দিয়েছে তারা।
ভারতীয় মজদুর সংঘের নেতা বি কে রায় জানিয়েছেন, তারা ২৪ সেপ্টেম্বর ধর্মঘট করবে তবে অন্যান্য ইউনিয়নও পাঁচ দিনের ধর্মঘটে তাদের সঙ্গে যোগ দেবে কিনা সেটাই এখন দেখার।