রাজ্যগুলিকে ৭১,৮৮৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র

১৫তম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য কেন্দ্র সরকার রাজ্যগুলিকে বিভিন্ন খাতে ৭১,৮৮৯ কোটি টাকা বরাদ্দ করেছে। রবিবার এই তথ্য জানিয়েছে অর্থমন্ত্রক। এই অর্থ বরাদ্দ জাতীয় দুর্যোগ প্রশমন তহবিল, রাজস্ব ঘাটতি পূরণ তহবিল, রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল, স্থানীয় সংস্থা অনুদান, স্বাস্থ্যখাত অনুদান এবং জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তার অধীনে করা হয়েছে।

অর্থমন্ত্রক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে এই অর্থ বরাদ্দের কথা জানিয়েছে। এর মধ্যে ১৮,৩৬২.২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজস্ব ঘাটতি পূরণ তহবিলে, ৬,৮৪৫.০৪ কোটি টাকা শহুরে স্থানীয় সংস্থা অনুদানে, ২০,৮৪৭.২৫ কোটি টাকা গ্রামীণ স্থানীয় সংস্থা অনুদানে এবং ২,৮৯৪.০১ কোটি টাকা স্বাস্থ্যখাত অনুদানে। রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের কেন্দ্রীয় অংশের জন্য বরাদ্দ করা হয়েছে ১৫,৮২৩.২০ কোটি টাকা এবং রাজ্য দুর্যোগ প্রশমন তহবিলের কেন্দ্রীয় অংশের জন্য বরাদ্দ ১,৩৮৫.৪৫ কোটি টাকা।

জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের অধীনে প্রাকৃতিক দুর্যোগে সহায়তার জন্য ৪,০৫০.৯৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যগুলিতে অগ্নিনির্বাপণ পরিষেবার সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য ৭৫৭.৩৯ কোটি টাকা এবং প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির জন্য ২৭৬.৮১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া, চেন্নাই শহরের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের জন্য জাতীয় দুর্যোগ প্রশমন তহবিল থেকে ৬৪৬.৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রসঙ্গত, একটি সাংবিধানিক সংস্থা হিসাবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকে অর্থ কমিশন। এটি প্রতি পাঁচ বছরে একবার গঠিত হয় এবং সাধারণত সুপারিশ করতে প্রায় দুই বছর সময় নেয়। সংবিধানের ২৮০ অনুচ্ছেদের অধীনে এই কমিশন গঠনের কথা উল্লেখ রয়েছে। এই তহবিল বরাদ্দের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যখাত উন্নয়ন এবং স্থানীয় প্রশাসনের ক্ষমতা বৃদ্ধিতে রাজ্যগুলির সহায়তা করা হবে।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.