কেওয়াইসি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্যের ব্যাঙ্কগুলি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নির্দেশে শীঘ্রই রাজ্য চালু হচ্ছে সেন্টাল কেওয়াইসি সিস্টেম (Central KYC System)। এই ব্যবস্থায় একবার কেওয়াইসি সব দিলে তা যে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কার্যকরী হবে। শুক্রবার রাজ্যস্তরের ব্যাঙ্কার্স কমিটির একটি বৈঠক ছিল। সেই বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে বিষয়টি তুলে ধরেন রাজ্যের অর্থ উপদেষ্টা অমিত মিত্র ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অ্যাকাউন্ট খুলতে গেলে বারবার কেওয়াইসি জমা দিতে হয়। এই হায়রানির সামধানে কেন্দ্রীয় কেওয়াইসি ব্যবস্থা চালু করার কথা বলেন তাঁরা। বৈঠকের পর অমিত মিত্র বলেন, আরবিআইয়ের রিজওনাল ডিরেক্টরও স্বীকার করে নেন এই সমস্যার বিষয়টি। তিনি বলেন, এই সমস্যার সমধানে এক কেওয়াইসি ব্যবস্থা চালু করার বিষয়টি দু-তিনদিন আগেই ছাড়পত্র দিয়েছে আরবিআই। এই নিয়ম সব ব্যাঙ্কেই কার্যকরী হবে। রাজ্যের ব্যাঙ্ক কর্তারাও জানিয়েছেন, খুব শীঘ্রই এই ব্যবস্থা চালু হবে।
অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত সব খবরের আপডেট পড়ুন banglabiz.com