রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬ শতাংশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) । ফলে গৃহঋণের সুদ কমার সম্ভাবনা তৈরি হয়েছে।
বুধবার আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, মনিটারি পলিসি কমিটি (এমপিসি) সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে নীতিগত সুদের হার ৬.২৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করা হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতেই আরবিআই প্রথমবার রেট কমানোর ঘোষণা করেছিল, যা ২০২০ সালের মে মাসের পর প্রথম ছিল। বুধবারের সিদ্ধান্ত ছিল ধারাবাহিকভাবে দ্বিতীয় রেট কাট। কম সুদের হার ঋণকে সস্তা করে, ফলে অর্থনীতির প্রবৃদ্ধি উৎসাহ পায়।
বিশেষজ্ঞদের পূর্বাভাস ছিল যে, মুদ্রাস্ফীতির গতি কিছুটা কমে আসা এবং ট্রাম্পের শুল্কনীতি বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করার প্রেক্ষাপটে আরবিআই ফের ২৫ বেসিস পয়েন্ট রেট কমাতে পারে—আর ঠিক সেটাই করল আরবিআই।
আরবিআই গভর্নর স্বীকার করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি পণ্য রপ্তানিতে প্রভাব ফেলবে। তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৫ শতাংশ এবং মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশে রাখা হয়েছে।
তবে গভর্নর সতর্ক করেছেন, ৯ এপ্রিল থেকে ট্রাম্প ভারতের পণ্যের ওপর ২৬ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করতে চলেছেন, যা ভবিষ্যতে মূল্যবৃদ্ধির চাপ বাড়াতে পারে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, এই শুল্কনীতি খরচ বাড়িয়ে মন্দার প্রভাব ফেলতে পারে এবং চাহিদা কমিয়ে দিতে পারে। তাই এমন পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্কের নীতিনির্ধারক সংস্থা নিশ্চিন্তে বসে থাকতে পারে না।