পাকিস্তান স্টক এক্সচেঞ্জে রক্তক্ষয়ী ধস: ‘অপারেশন সিঁদুর’-এর পর বিনিয়োগকারীদের আতঙ্ক, ৩৫০০ পয়েন্টের পতন

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান স্টক এক্সচেঞ্জে (PSX) ফের রক্তক্ষয়ী ধস দেখা গেল বুধবার। বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাতের অভিযানের পর, যেখানে ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৬টি স্থানে আঘাত হানে। এর পাল্টা জবাবে পাকিস্তান দাবি করে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

সকাল ৯টা ৩০ মিনিটে বাজার খুলতেই KSE-100 সূচক প্রায় ৬,৫০০ পয়েন্ট পড়ে যায়, যা ৫.৭৮ শতাংশ পতন। সূচক ১১৩,৫৬৮.৫০ থেকে নেমে আসে ১০৭,০০৭.৬৮ পয়েন্টে। এত বড় পতনের ফলে কিছুক্ষণের জন্য বাজার স্থগিত করা হয়।

এই পতন পাকিস্তানের ইতিহাসে পয়েন্ট অনুযায়ী দ্বিতীয় বৃহত্তম। প্রথমটি হয়েছিল গত মাসে, যখন যুক্তরাষ্ট্র শুল্ক সংক্রান্ত ঘোষণা দেয়।

যদিও পরে সূচক কিছুটা ঘুরে দাঁড়ায় এবং ১০টা ৩৪ মিনিট নাগাদ পৌঁছায় ১১২,৪৫৭.৩৭ পয়েন্টে, কিন্তু দিনের শেষে বন্ধ হয় ১১০,০০৯.০২ পয়েন্টে— যা আগের দিনের তুলনায় ৩,৫৫৯.৪৮ পয়েন্ট কম।

বিশ্লেষকরা বলেন, আজ বাজার চাপে খুলেছে ভারতের হামলার খবরে। তবে লেনদেনের পরিমাণ কম, বিনিয়োগকারীরা পরিস্থিতি বিশ্লেষণ করছেন। উত্তেজনা কমলে বাজার ঘুরে দাঁড়াবে।

বিশ্লেষকদের মত, বাজারের পতনের পেছনে প্রধান কারণ ভূ-রাজনৈতিক উত্তেজনা। তবে তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক মধ্যস্থতায় এই সংঘর্ষ দীর্ঘস্থায়ী হবে না।

বিশ্লেষকরা বলেন, এটি স্বল্পমেয়াদি ধাক্কা, পরিস্থিতি শান্ত হলে বাজার পুনরুদ্ধার হবে।

বিশ্লেষকরা আরও জানান, গত রাতের ঘটনার প্রতিক্রিয়াই আজকের বাজারে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.