এ বার থেকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) অ্যাকাউন্টে নমিনি সংক্রান্ত তথ্য আপডেট বা পরিবর্তনের জন্য আর কোনও চার্জ দিতে হবে না। সরকার প্রয়োজনীয় পরিবর্তন আনছে, যাতে এই চার্জ সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (আগের টুইটার)-এ একটি পোস্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তাঁকে জানানো হয়েছিল যে, কিছু আর্থিক প্রতিষ্ঠান পিপিএফ অ্যাকাউন্টে নমিনি আপডেট বা পরিবর্তনের জন্য চার্জ নিচ্ছে।
এই বিষয়ে পদক্ষেপ নিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, “সরকারি সঞ্চয় প্রচার সাধারণ বিধি ২০১৮”-তে (Government Savings Promotion General Rules 2018) গেজেট বিজ্ঞপ্তি (২ এপ্রিল, ২০২৫)-এর মাধ্যমে সংশোধন করা হয়েছে, যাতে পিপিএফ অ্যাকাউন্টে নমিনি আপডেটের ক্ষেত্রে কোনও চার্জ না নেওয়া হয়।
তিনি আরও উল্লেখ করেছেন, সদ্য পাশ হওয়া ব্যাংকিং সংশোধনী বিল ২০২৫ অনুসারে, গ্রাহকরা তাদের আমানতের টাকা, লকার বা নিরাপদ হেফাজতে রাখা সামগ্রীর জন্য সর্বাধিক ৪ জন নমিনি মনোনীত করতে পারবেন।