আগামী রবিবার থেকে সেপ্টেম্বর মাস শুরু হবে। এবারও সেপ্টেম্বরে সাপ্তাহিক ছুটি ছাড়াও কয়েকদিন ব্যাঙ্ক ছুটি থাকবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) সেপ্টেম্বরের ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে। এই ছুটির তালিকা অনুযায়ী, সেপ্টেম্বরে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে জাতীয় এবং আঞ্চলিক ছুটির পাশাপাশি রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার।
১ সেপ্টেম্বর: রবিবার। এদিন সব ব্যাংকে ছুটি থাকবে।
৪ সেপ্টেম্বর: শ্রীমন্ত শঙ্করদেবের তিরুভ তিথি উপলক্ষে গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭ সেপ্টেম্বর: গণেশ চতুর্থী উপলক্ষে অমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বাই, নাগপুর, পানাজির ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
৮ সেপ্টেম্বর: রবিবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।
১৪ সেপ্টেম্বর: দ্বিতীয় শনিবার হওয়ায় সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৫ সেপ্টেম্বর: রবিবার। এদিন সারাদেশের ব্যাংকগুলোতে ছুটি থাকবে।
১৬ সেপ্টেম্বর: বড়ভাফত। এই দিনটি অমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, আইজল, চেন্নাই, দেরাদুন, হায়দরবাদ, ইম্ফল, জম্মু, কোচি, কানপুর, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক ছুটির দিন।
১৭ সেপ্টেম্বর: মিলাদ-উন-নবী উপলক্ষে গ্যাংটক ও রায়পুরের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৮ সেপ্টেম্বর: প্যাং-লাহাবসোলের কারণে গ্যাংটকের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২০ সেপ্টেম্বর: ঈদ-ই-মিলাদ-উল-নবী উপলক্ষে জম্মু ও শ্রীনগরের ব্যাঙ্কে কোনো কাজ হবে না।
২২ সেপ্টেম্বর: সারাদেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিনটি রবিবার।
২২ সেপ্টেম্বর: শ্রী নারায়ণ গুরু সমাধি দিবসের কারণে কোচি এবং তিরুবনন্তপুরমের ব্যাঙ্কে ছুটি থাকবে।
২৩ সেপ্টেম্বর: মহারাজা হরি সিংয়ের জন্মদিন উপলক্ষে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৮ সেপ্টেম্বর: চতুর্থ শনিবার। এদিন সব ব্যাংকে ছুটি থাকবে।
২৯ সেপ্টেম্বর: রবিবারের কারণে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।