ইয়েস ব্যাঙ্ক উদ্ধারে বিনিয়োগ করবে বন্ধন ব্যাঙ্ক

বন্ধন ব্যাঙ্ক

বিবি ডেস্ক : ডুবন্ত ইয়েস ব্যাঙ্ক উদ্ধারে যারা হাত বাড়িয়ে দিয়েছে তাদের খাতায় নাম লেখালো বন্ধন ব্যাঙ্ক। শনিবার এই বেসরকারি ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) পুনর্গঠন স্কিমের অধীনে তারা ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে।

ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা Yes Bank-এর ৩০কোটি ইক্যুইটি শেয়ার, ২টাকা প্রতি শেয়ার, ৮টাকা প্রিমিয়াম সহ ১০টাকা দরে কিনবে।

পুনর্গঠন স্কিমে ১০,৬৫০ কোটি টাকা মোট বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ৭,২৫০ কোটি টাকা, এইচডিএফসি এবং আইসিআইসিআই ১,০০০ কোটি টাকা, অ্যাক্সিস ব্যাঙ্ক বিনিয়োগ করবে ৬০০ কোটি টাকা, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক দেবে ৫০০ কোটি টাকা।

প্রস্তাবিত স্কিম অনুযায়ী SBI আগামী তিন বছরের আগে তাদের হোল্ডিং ২৬ শতাংশে নিচে নামাতে পারবে না।

সূত্র : লাইভ মিন্ট

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.