আজ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে নয়টি নতুন শাখা উদ্বোধন করল বন্ধন ব্যাঙ্ক। কলকাতার নতুন শাখাটি পোদ্দার কোর্ট অঞ্চলে ৪৩, উইলিয়াম কেরি সরণিতে। এছাড়া, উত্তরপ্রদেশে ছয়টি এবং মহারাষ্ট্রে দুটি নতুন শাখা চালু করা হয়েছে।
কলকাতায় এই নতুন শাখার উদ্বোধন করেন বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত, সঙ্গে ছিলেন ব্যাঙ্কের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। একইসঙ্গে, এক্সিকিউটিভ ডিরেক্টর রাজিন্দর কুমার বাব্বারের উপস্থিতিতে ডিজিটাল মাধ্যমে বাকি আটটি শাখারও উদ্বোধন করা হয়।
বন্ধন ব্যাঙ্ক দেশজুড়ে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে ব্রাঞ্চ নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। নতুন শাখাগুলি যুক্ত হওয়ার ফলে, ব্যাঙ্কের মোট ব্যাঙ্কিং আউটলেটের সংখ্যা ৬৩০০-র বেশি হয়ে গেল। পশ্চিমবঙ্গে এখন বন্ধন ব্যাঙ্কের ১৭২০টি ব্যাঙ্কিং আউটলেট রয়েছে।
এই প্রসঙ্গে শ্রী পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “আমরা কলকাতাসহ তিনটি রাজ্যে নয়টি নতুন শাখা খুলতে পেরে আনন্দিত। এর মাধ্যমে আমরা আরও দক্ষতার সঙ্গে গ্রাহকদের আধুনিক ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারব এবং দেশব্যাপী আমাদের উপস্থিতি আরও বাড়াতে পারব।”
বর্তমানে বন্ধন ব্যাঙ্ক দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টিতেই কার্যক্রম পরিচালনা করছে।