কলকাতা, 9 সেপ্টেম্বর, 2024: বন্ধন ব্যাঙ্ক আজ ঘোষণা করেছে যে তারা জিএসটি বা পণ্য ও পরিষেবা কর সংগ্রহের পরিষেবা চালু করেছে। এর ফলে ব্যাঙ্কের গ্রাহক এবং অন্যান্য করদাতাদের জন্য জিএসটি পরিশোধ আরও সহজ ও সুবিধাজনক হয়ে উঠেছে।
বন্ধন ব্যাঙ্কের রিটেইল ও কর্পোরেট ইন্টারনেট ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকরা অনলাইনে দ্রুত এবং সুনির্দিষ্টভাবে জিএসটি পরিশোধ করতে পারবেন। একইসঙ্গে, যারা অনলাইনে পরিশোধ করতে চান না, তাঁরা ব্যাঙ্কের শাখায় নগদ, চেক বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জিএসটি পরিশোধের সুবিধা পাবেন।
বন্ধন ব্যাঙ্ক বর্তমানে ৩৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তাদের পরিষেবা দিচ্ছে এবং ৬৩০০টিরও বেশি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে ৩.৪৪ কোটি গ্রাহককে সেবা প্রদান করছে। এই উদ্যোগ সম্পর্কে শ্রী রাজিন্দর বাব্বর, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার, বলেন, “জিএসটি কর সংগ্রহের সূচনা আমাদের গ্রাহকদের কাছে সরকারি পরিষেবা নিয়ে আসার পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। সরকার নাগরিকদের জন্য ব্যবসা সহজ করার প্রচেষ্টা চালাচ্ছে এবং বন্ধন ব্যাঙ্কও আমাদের উন্নত ডিজিটাল ও প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে সেই প্রচেষ্টায় সহযোগিতা করছে।”
ইচ্ছা অনুযায়ী আপনার কার্ড নেটওয়ার্ক বেছে নিন, রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম কার্যকর
বন্ধন ব্যাঙ্কে গ্রাহক পরিষেবার প্রতি অঙ্গীকার তার প্রতিটি কাজের কেন্দ্রে রয়েছে এবং সেবাপ্রদানের মূল চাবিকাঠি হলো গ্রাহকদের চাহিদা বোঝা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া।
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.