বাজেট ২০২৫ ঘোষণার পর এবার বিনিয়োগকারীদের নজরে রিজার্ভ ব্যাংকের আসন্ন মুদ্রা নীতি কমিটি (MPC) বৈঠকের দিকে। আগামী ৫-৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই বৈঠক।
কেন্দ্রীয় বাজেট ২০২৪-এ মধ্যবিত্ত শ্রেণির জন্য বড় কর ছাড় ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে, নতুন কর ব্যবস্থায় ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হবে, যা আগে ছিল ৭ লক্ষ টাকা।
নতুন কর ব্যবস্থায় একজন ব্যক্তি যদি বছরে ২৫ লক্ষ টাকা আয় করেন, তাহলে ২০২৪ সালের তুলনায় তার মোট কর ১.১৪ লক্ষ টাকা কম হবে। ফলে মাসিক প্রায় ৯,৫০০ টাকা সঞ্চয় হবে, যা ভোক্তা ব্যয় বৃদ্ধি করে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে।
অর্থনীতিবিদদের মতে, মুদ্রাস্ফীতি কিছুটা স্থিতিশীল হয়েছে, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি কমার ইঙ্গিত রয়েছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কিছুটা মন্থর হয়েছে।
বাজারে প্রত্যাশা তৈরি হয়েছে যে রিজার্ভ ব্যাংক ৭ ফেব্রুয়ারির বৈঠকে নীতিগত সুদের হার (Repo Rate) ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫ শতাংশে নামিয়ে আনতে পারে। একইসঙ্গে ব্যাংকিং ব্যবস্থায় তারল্য বাড়াতে ৫০ বেসিস পয়েন্ট সিআরআর (CRR) কমানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে, অথবা ওপেন মার্কেট অপারেশনের (OMO) মাধ্যমে বন্ড কেনার সিদ্ধান্ত নিতে পারে।
বিশ্লেষকদের মতে, এটি স্বল্পমেয়াদি সুদের হারের অস্থিরতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এবং মধ্যবিত্তের ঋণের বোঝা কমাতে পারে। এখন দেখার বিষয়, রিজার্ভ ব্যাংক ৭ ফেব্রুয়ারির বৈঠকে কী সিদ্ধান্ত নেয়।