কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা অধীর আগ্রহে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণার অপেক্ষা করছেন। তাহলে, কবে এই ভাতা বৃদ্ধির ঘোষণা হতে পারে?
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের মতে, কেন্দ্রীয় সরকার অক্টোবর মাসে এই ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে। তবে, ডিএ বৃদ্ধির বিষয়ে এখনও কোনো সরকারি তথ্য প্রকাশিত হয়নি। সাধারণত, এই ঘোষণা দীপাবলির সময়ই হয়। সরকার অক্টোবর মাসে, দীপাবলির ঠিক আগে, ৩-৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে বলে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে জানানো হয়েছে। এই ঘোষণার পর, যে প্রবেশস্তরের কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মূল বেতন প্রায় ১৮,০০০ টাকা প্রতি মাসে, তার বেতন প্রতি মাসে ৫৪০-৭২০ টাকা পর্যন্ত বাড়বে, যা ১ জুলাই, ২০২৪ থেকে কার্যকর হবে।
যদি কারও মাসিক বেতন ৩০,০০০ টাকা হয় এবং তার মূল বেতন ১৮,০০০ টাকা হয়, তিনি বর্তমানে ৯,০০০ টাকা মহার্ঘ ভাতা পান, যা মূল বেতনের ৫০ শতাংশ। তবে ৩ শতাংশ বৃদ্ধির পরে, সেই কর্মচারী ৯,৫৪০ টাকা মহার্ঘ ভাতা পাবেন, যা ৫৪০ টাকা বেশি। আবার, ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হলে, কর্মচারী প্রতি মাসে ৯,৭২০ টাকা মহার্ঘ ভাতা পাবেন।অতএব, যদি কারও মাসিক বেতন ৩০,০০০ টাকার আশেপাশে হয় এবং মূল বেতন ১৮,০০০ টাকা হয়, তার বেতন প্রতি মাসে ৫৪০-৭২০ টাকা পর্যন্ত বাড়বে।
গত বছর অর্থাৎ ২০২৩ সালে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা অক্টোবরের প্রথম সপ্তাহে হয়েছিল। মহার্ঘ ভাতা (DA) হল কর্মচারীদের বেতন থেকে একটি নির্দিষ্ট শতাংশ, যা মূল্যবৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য প্রদান করা হয়। এটি সাধারণত প্রতি ছয় মাসে একবার করে সমন্বয় করা হয়, যাতে জীবনযাত্রার ব্যয় সূচকের পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো যায়।
কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুবার, জানুয়ারি ও জুলাই মাসে, কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ বৃদ্ধি করে, এবং এই ঘোষণাগুলি সাধারণত মার্চ ও অক্টোবরের শুরুতে করা হয়।
অতীতের তথ্য অনুযায়ী, সরকার দীপাবলির কাছাকাছি সময়ে এই ঘোষণা করে থাকে, এবং জানুয়ারির জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি সাধারণত মার্চ মাসের হোলির সময় ঘোষণা করা হয়।
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.