টার্ম লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং সিনিয়র সিটিজেনদের জন্য স্বাস্থ্যবিমা প্রিমিয়ামের উপর পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ছাড়ের সম্ভাবনা উঁকি দিচ্ছে। শনিবার একটি বিশেষ মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিমা খাতে গ্রাহকদের জন্য কর ছাড়ের বিষয়ে আলোচনা হয়। বেশিরভাগ সদস্যই এই খাতে গ্রাহকদের ওপর আর্থিক চাপ কমাতে কর ছাড় দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
বিমা খাতে প্রস্তাবিত সিদ্ধান্ত অনুযায়ী, টার্ম লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামকে সমস্ত নাগরিকের জন্য জিএসটি মুক্ত করার প্রস্তাব রয়েছে, যেখানে পারিবারিক প্ল্যানও অন্তর্ভুক্ত থাকবে। সিনিয়র সিটিজেনদের জন্য স্বাস্থ্যবিমার ক্ষেত্রে প্রিমিয়ামের ওপর জিএসটি পুরোপুরি ছাড় দেওয়ার সুপারিশ করা হয়েছে। অন্যান্য নাগরিকদের জন্য ৫ লক্ষ টাকার বিমা কভারেজ পর্যন্ত জিএসটি ছাড় থাকবে, তবে ৫ লক্ষ টাকার বেশি কভারেজের জন্য ১৮ শতাংশ জিএসটি প্রযোজ্য হবে।
এছাড়াও, বৈঠকে জিএসটি রেট হ্রাসের বিষয়েও আলোচনা হয়। প্যাকেজড জল (২০ লিটারের বেশি) এবং ১০ হাজার টাকার কম মূল্যের বাইসাইকেলের ওপর করের হার হ্রাস করার প্রস্তাব গৃহীত হয়েছে। বর্তমানে ১৮ শতাংশ করের পরিবর্তে প্যাকেজড জলের ওপর ৫ শতাংশ কর আরোপের পরিকল্পনা করা হয়েছে। একইভাবে, ১২ শতাংশ করের পরিবর্তে বাইসাইকেলের ওপর কর ৫ শতাংশে নামানোর প্রস্তাব রয়েছে। এক্সারসাইজ খাতার ক্ষেত্রেও কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হতে পারে।
বিহারের উপ-মুখ্যমন্ত্রী এবং বিমা ও রেট হ্রাসকরণ কমিটির আহ্বায়ক সম্রাট চৌধুরি জানিয়েছেন, “সকল সদস্যই জনগণের ওপর আর্থিক চাপ কমানোর পক্ষে। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত জিএসটি কাউন্সিল নেবে।”
উল্লেখ্য, উচ্চমূল্যের পণ্যের ক্ষেত্রে বেশি কর এবং সাধারণ ভোক্তা পণ্যের ক্ষেত্রে কম কর আরোপের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।