বিবি ডেস্ক : ইক্যুইটি-ভিত্তিক মিউচ্যুয়াল ফান্ডগুলি গত এক মাসে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নেগেটিভ রিটার্ন দিয়েছে। করোনার জন্য যে আর্থিক মন্দার আতঙ্ক ছড়িয়েছে তারই প্রভাব পড়েছে এই মিউচ্যুয়াল ফান্ডগুলিতে।
মর্নিংস্টার ইন্ডিয়ার সংগ্রহ করা তথ্য অনুযায়ী ইক্যুইটি স্কিমের বিভিন্ন ক্যাটাগরিতে, যেগুলির মধ্যে রয়েছে, ইক্যুইটি লিংঙ্কড সেভিসং স্কিম, মিড ক্যাপ, লাজ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং মাল্টি ক্যাপ ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে মার্চের ১৮ তারিখ পর্যন্ত নেগেটিভ রিটার্ন দিয়েছে ২৫ থেকে ২৬ শতাংশ।
তবে বিশেষজ্ঞরা বলছেন, হতাশ না হয়ে বিনিয়োগ জারি রাখতে হবে ভবিষ্যতের কথা ভেবে। ৭ থেকে ১০ বছরের সময়সীমার কথা মাথায় রেখে ইক্যুইটি-নির্ভর মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে।
সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড