প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প: উদ্বোধনের প্রাথমিক পর্যায়ে বিপুল সাড়া, ১,০০০-এর বেশি ইন্টার্নশিপ পদ প্রকাশ

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পের অধীনে বিভিন্ন খাতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। কৃষি, অটোমোটিভ এবং ফার্মাসিউটিক্যালস সহ একাধিক ক্ষেত্রে ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা ইন্টার্নশিপের জন্য শূন্যপদ ঘোষণা করেছে। উল্লেখযোগ্য সংস্থাগুলির মধ্যে রয়েছে আলেম্বিক, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং ম্যাক্স লাইফ ইনস্যুরেন্স, যাদের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১,০৭৭টি ইন্টার্নশিপ শূন্যপদের বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

এই প্রকল্পের অধীনে মোট ১১১টি সংস্থা যুক্ত হয়েছে এবং তাদের জন্য ভার্চুয়াল প্রশিক্ষণ এবং পরিচিতি সংক্রান্ত কর্মসূচি পরিচালনা করছে কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়। একাধিক সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে জানানো হয়েছে যে, বেশিরভাগ ইন্টার্নশিপ মূলত উৎপাদন ও রক্ষণাবেক্ষণ সম্পর্কিত কাজে হবে।

প্রকল্পটির অধীনে ইতিমধ্যেই মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা এবং গুজরাতের সাতটি জেলায় ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে। সরকারের পরিচালিত BISAG সংস্থা এই প্রকল্পের পোর্টালটি পরিচালনা করছে। পোর্টালটি প্রার্থীদের জন্য ১২ অক্টোবর, বিজয়া দশমী উপলক্ষে উন্মুক্ত হবে এবং ২৫ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন চালু থাকবে।

সূত্রের মতে, “এই প্রকল্পের আওতায় প্রত্যেক প্রার্থীকে তাদের নিজ জেলা বা নিকটবর্তী জেলায় ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। কোনও প্রার্থীকে তার রাজ্যের বাইরে যেতে হবে না। কোনও সংস্থা বা তাদের যুক্ত ফারোয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ভ্যালু চেইন ইন্টার্নশিপের জন্য স্থানীয় পিন কোড অনুযায়ী স্থান নির্ধারণ করবে।”

এই পাইলট প্রকল্পের মাধ্যমে প্রায় ১.২৫ লক্ষ যুবক-যুবতীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটির থেকে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে পূর্ণাঙ্গ প্রকল্পের নীতিমালা তৈরি করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। আশা করা হচ্ছে, এই বছরের শেষ নাগাদ প্রকল্পটি চূড়ান্তভাবে কার্যকরী হবে।

এরই মধ্যে প্রকল্পের জন্য কল সেন্টারে বিভিন্ন প্রশ্ন আসতে শুরু করেছে। কল সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী, যারা যোগাযোগ করেছেন তাদের মধ্যে ৪৪% স্নাতক, ১৩% স্নাতকোত্তর, ১১% উচ্চমাধ্যমিক পাস, ৩% মাধ্যমিক পাস এবং ১% অষ্টম শ্রেণি পাস। বাকি ২০% বিভিন্ন বিভাগের প্রার্থী।

উল্লেখ্য, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন চলতি বছরের ২৩ জুলাই কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পের ঘোষণা করেন। পাঁচ বছরের মধ্যে শীর্ষ ৫০০টি কোম্পানিতে এক কোটি যুবক-যুবতীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। ১২ মাসের জন্য বাস্তব জীবনের ব্যবসায়িক পরিবেশ, বিভিন্ন পেশা এবং কর্মসংস্থান সম্পর্কে অভিজ্ঞতা প্রদান করবে এই প্রকল্প।

সূত্র: বিজনেজ টুডে

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.