বিবি ডেস্ক : নানা কারণে দু’বছর ধরে বন্ধ রয়েছে এলআইসি পলিসি। এবার সেই পলিসিও চালু করা সুযোগ দিচ্ছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। সোমবার এক বিবৃতি দিয়ে সংস্থাটি এ খবর জানিয়েছে।
এর আগের নিয়ম অনুযায়ী ২০১৪ সালের ১ জানুয়ারির পরে কেনা সমস্ত পলিসি দু’ বছর ধরে বন্ধ হয়ে থাকলে আর চালু করা যেত না ।
এই পদ্ধতিটি পুনর্বিবেচনার জন্য এলআইসি আইআরডিআইএ-র কাছে আবেদন জানায়। তারা বলে ২০১৪সালের ১ জানুয়ারির পর বন্ধ হয়ে যাওয়া সমস্ত পলিসি যাতে আবার চালু করা যেতে পারে তার জন্য ব্যবস্থা নিতে।
এর ফলে গ্রাহকরা ১ জানুয়ারি ২০১৪ সালের পর কেনা নন-লিঙ্কিং পলিসি ৫ বছরের মধ্যে আবার চালু করতে পারবেন। ইউনিট লিঙ্ক পলিসিগুলি তিন বছরের মধ্যে চালু করা যাবে বলে সংস্থাটি জানিয়েছে।
এলআইসি-র ম্যানেজিং ডিরেক্টর বিপিন আনন্দ জানিয়েছেন, কোনো কারণে অনেক সময় গ্রাহকরা তাদের পলিসির প্রিমিয়াম দিতে পারেন না। দীর্ঘ দিন না চালালে বন্ধ হয়ে যায় সেই পলিসি। ফলে আবার গ্রাহককে নতুন পলিসি কিনতে হয়। তাই নতুন পলিসি কেনার আগে দেখে নিতে হবে আগের কোনো পলিসি বন্ধ হয়ে গিয়েছে কিনা। সেটিকে আবার নতুন করে চালু করার সুযোগ করে দিচ্ছে এলআইসি।
সূত্র : বিজনেস টুডে