গত অর্থবর্ষে আয়কর রিটার্ন (ITR) ফাইল করেও এখনও রিফান্ড পাননি? এমন ঘটনা বিরল হলেও, অনেক করদাতার ক্ষেত্রে এটি ঘটছে। কিছু কারণের জন্য দীর্ঘদিন পরেও রিফান্ড আটকে থাকতে পারে।
এদিকে মনে রাখা দরকার, ২০২৪-২৫ অর্থবর্ষের আইটিআর ফাইল করার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, যা আগে ৩১ জুলাই ছিল।
রিফান্ড আটকে থাকার কারণ
১. সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট না করা।
২. রিফান্ড এমন অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, যা আপনি সচরাচর ব্যবহার করেন না।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত/আপডেট করার পদ্ধতি
১. ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন করুন।
২. ‘Profile’ এ যান ও ‘Bank Account’ সেকশনে ক্লিক করুন।
৩. নতুন অ্যাকাউন্ট অ্যাড করুন বা পুরনো অ্যাকাউন্ট আপডেট করুন (অ্যাকাউন্ট নম্বর, IFSC, অ্যাকাউন্ট টাইপ)।
৪. ‘Validate’ অপশন দিয়ে নিশ্চিত করুন।
রিফান্ডে দেরির অন্যান্য সম্ভাব্য কারণ
১. TDS mismatch: ফর্ম ২৬এএস-এ যা দেখানো হয়েছে তার চেয়ে কম টিডিএস রিপোর্ট করা।
২. ভুল deduction claim: ৮০সি বা ৮০ডি ধারায় অতিরিক্ত ছাড় দাবি করা।
৩. আয় লুকানো: সুদ, ক্যাপিটাল গেন বা ফ্রিল্যান্স ইনকাম রিপোর্ট না করা।
৪. হিসাবের ভুল: আয় বা ট্যাক্সের অঙ্ক নির্ধারণে ম্যানুয়াল ভুল।
তাই আয়কর রিফান্ড পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট ও সঠিক তথ্য প্রদান অবশ্যই নিশ্চিত করুন।