এই ৭টি ব্যাংক সিনিয়র সিটিজেনদের ফিক্সড ডিপোজিটে দিচ্ছে সর্বোচ্চ ৭.৬৫ শতাংশ সুদ

ব্যাংকে ফিক্সড ডিপোজিট (এফডি) করার আগে, বিভিন্ন ব্যাংকের সুদের হার তুলনা করা অত্যন্ত জরুরি। প্রায় সব ব্যাংকই প্রবীণ নাগরিকদের (সিনিয়র সিটিজেনদের) জন্য সাধারণ নাগরিকদের তুলনায় বেশি সুদের হার প্রদান করে। সাধারণত ১ থেকে ২ বছরের মেয়াদের এফডিতে সর্বোচ্চ ৭% হারে সুদ দেওয়া হয় সাধারণ গ্রাহকদের, কিন্তু সিনিয়র সিটিজেনরা এই হারের উপর অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট (০.৫০%) পেয়ে থাকেন।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬ শতাংশ করায় কিছু ব্যাংক তাদের এফডি-র সুদের হার কমিয়েছে।

নীচের তালিকায় সিনিয়র সিটিজেনদের জন্য বিভিন্ন ব্যাংকের সর্বোচ্চ সুদের হার উল্লেখ করা হয়েছে:

ব্যাংকের নামমেয়াদসিনিয়র সিটিজেনদের সুদের হার (%)
এইচডিএফসি ব্যাংক১৫-২১ মাস৭.৫৫%
আইসিআইসিআই ব্যাংক১৮ মাস – ২ বছর৭.৫৫%
কোটাক মহিন্দ্রা ব্যাংক৩৯১ দিন – ২৩ মাস৭.৬৫%
ফেডারেল ব্যাংক৪৪৪ দিন৭.৬৫%
ইউনিয়ন ব্যাংক৪৫৬ দিন৭.৬৫%
এসবিআই (স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া)২ – ৩ বছর৭.৫০%
পিএনবি (পঞ্জাব ন্যাশনাল ব্যাংক)৩৯০ দিন৭.৬%

এক নজরে:

  • এইচডিএফসি ব্যাংক: ১৫-২১ মাসের এফডিতে সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৫৫% সুদ।
  • আইসিআইসিআই ব্যাংক: ১৮ মাস থেকে ২ বছরের মধ্যে মেয়াদ হলে ৭.৫৫% সুদ।
  • কোটাক মহিন্দ্রা ব্যাংক: ৩৯১ দিন থেকে ২৩ মাস পর্যন্ত মেয়াদে ৭.৬৫% সুদ।
  • ফেডারেল ব্যাংক: ৪৪৪ দিনের জন্য ৭.৬৫% সুদ।
  • ইউনিয়ন ব্যাংক: ৪৫৬ দিনের মেয়াদে সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৬৫% সুদ।
  • এসবিআই: ২ থেকে ৩ বছরের মেয়াদে ৭.৫০% সুদ প্রদান করছে।
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি): ৩৯০ দিনের এফডিতে ৭.৬% সুদ।

সূত্র: সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.