বিবি ডেস্ক : গত একমাসের মধ্যে টাকার দাম মর্কিন ডলারের তুলনায় সবচেয়ে কমল। চিন-মার্কিন চুক্তি অনিনিশ্চিত হয়ে যাওয়ায় এই পতন বলে মনে করা হচ্ছে।
সোমবার ৯টা১০ নাগাদ টাকার দাম ছিল প্রতি এক ডলার ৭১.৩৬টাকা। গত শুক্রবার বাজার বন্ধের সময় দাম ছিল ৭১.২৯টাকা প্রতি ডলার।
এর আগে গত ১৭ অক্টোবর টাকার দাম ছিল ৭১.৩৪ টাকা প্রতি ডলার।
কেন টাকার দাম কমল তার কারণ হিসাবে মনে করা চিন-মার্কিন বাণিজ্য চুক্তির অনিশ্চিত অবস্থা। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, চিনা পণ্যের উপর চাপানো সব শুল্ক তুলে নেওয়া হবে না। তাঁর এই ঘোষণার পরই এশিয় মুদ্রার দাম পড়তে শুরু করে।
তাছাড়া রেটিং সংস্থা মুডি ভারতের দৃষ্টিভঙ্গি স্থিতীশীল অবস্থা থেকে নেতিবাচক অবস্থা আনায়, তার প্রভাব পড়েছে বাজারে।