রেকর্ড পতনের পর মঙ্গলবার বাড়ল টাকার দাম, বেড়েছে সোনার দামও

বিবি ডেস্ক : সোমবার রেকর্ড পতনের পর মঙ্গলবার কিছুটা হলেও বাড়ল টাকার দাম। বড় পতনের পর বাড়ল সোনার দামও।

মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে আরও এক ধাপ ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে। তার ফলে এশিয়ার অন্যান্য মুদ্রার দাম বড়েছে। একই ভাবে বেড়েছে টাকার দামও। আজ টাকার দাম বেড়ে হয়েছে ৭৫.৯৩টাকা।

সোমবার রেকর্ড পড়ে টাকার দাম হয় ৭৬.৩২টাকা মার্কিন ডলারের তুলনায়। ওই দিন শেয়ার বাজারের উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা যায়। সোমাবার ৫শতাংশ পড়লেও মঙ্গলবার বাজার ওঠে ১ শতাংশ।

দুদিনে বেড়েছে সোনার দামও। প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১,১০০টাকা। গতকাল ১০গ্রাম সোনার দাম বেড়েছে ৭০০ টাকা। সোমবার সোনার দাম এক শতাংশ অর্থাৎ ৪০০টাকা বেড়ে হয়েছে ৪১,৫০০টাকা।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতির কারণে ফরেক্স বাজারে ওঠানামা চলতেই থাকবে। কারণ, বোঝা যাচ্ছে না এই পরিস্থিতি চলতেই থাকবে। স্বাভাবিক অবস্থা ফিরে এলেও কী পরিমাণ ক্ষয়ক্ষতি তা আন্দাজ করা যাচ্ছে না।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.