বিবি ডেস্ক : মুদ্রাস্ম্ফীতি এবং করোনাভাইরাস মহামারীর কথা মাথার রেখে রেপো রেট এবং অন্যান্য মূল হার অপরিবর্তিত রেখে দিল রিজার্ভ ব্যাঙ্ক।
বৃহস্পতিবার আরবিআই গর্ভনর জানিয়েছেন, যতদিন এমন পরিস্থিতি থাকবে, ততদিন মেপে পা ফেলতে হবে।
কোভিড ১৯ পরিস্থিতিতে শুধু ভারত নয় বিশ্ব জুড়ে অর্থনীতির নাজেহাল অবস্থা। দেশেও নিত্যদিন বাড়ছে জিনিসপত্রের দাম। এই সময় কোন মতে রেপো রেট বাড়ানোর ঋঁকি নিতে চাইছে না দেশের শীর্ষ ব্যাঙ্ক।
আরবিআই গর্ভনর বলেন, লকডাউনের মধ্যেই এপিল-মে মাস থেকে দেশে অর্থনৈতিক কার্যকলাপ শুরু হয়। কিন্তু করোনা সংক্রমণ ক্রমশ বেড়ে যাওয়া বাধ্য হয়ে বেশ কয়েকটি রাজ্যে লক ডাউন জারি রাখতে বাধ্য হয়েছে।
এর ফলে অর্থনীতি স্বাভাবিক অবস্থায় আসতে পারছে না। কবে আসবে তারও কোনো দিশা নেই।
ভার্চ্যুয়াল একটি সাংবাদিক বৈঠকে আরবিআই গর্ভনর শক্তিকান্ত দাস বলেন, ‘২০২০-২১ অর্থিক বছরের প্রথমার্ধ বা বছর জুড়েই জিডিপি কমতে পারে বলে মনে করা হচ্ছে।