বিবি ডেস্ক : ভারত ‘অনাক্রম্য’ নয়। মারণ ভাইরাস কোভিড-১৯-এর প্রভাবে ধাক্কা খেতে পারে দেশের আর্থিক বৃদ্ধি। সোমবার এমনই মন্তব্য করেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গর্ভনর শক্তিকান্ত দাস।
তিনি বলেন,‘‘ এই মহামারী থেকে ভারত ‘অনাক্রম্য’ নয়। ইতিমধ্যেই ১০০জন আক্রান্তের খবর মিলেছে। সরকার যুদ্ধকালীন ভিত্তিতে পরিস্থিতির মোকাবিলা করছেন। কিন্তু এর সরাসরি প্রভাব পড়বে শিল্প বাণিজ্যে। যেটা চিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি।’’
তিনি আরও বলেন,‘‘ এই মহামারীর প্রভাব বিশ্ব অর্থনীতিতে যে ভাবে পড়েছে তারই প্রভাব পড়বে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও। এর ফলে ধাক্কা খাবে দেশের আর্থিক বৃদ্ধি।’’
গত বুধবারই বাণিজ্যমন্ত্রী সংসদে জানিয়েছিলেন, মহামারীর কারণে চিনে কল-কারখানা বন্ধ। তার প্রভাব পড়েছে দেশের একাধিক উৎপাদন শিল্পে। এর মধ্যে রয়েছে ফার্মা, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইত্যাদি। সেই পরিপ্রেক্ষিতেই সোমবার এই মনতব্য করেছেন আরবিআই গর্ভনর।
সূত্র : ইন্ডিয়া টুডে