বিবি ডেস্ক : বাজাজ ফিনান্সের চেয়ারম্যান পদ ছাড়লেন রাহুল বাজাজ।
মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৮৭ সালে সংস্থা প্রতিষ্ঠার গোড়া থেকে নন-একজিকিউটিভ পদে ছিলেন তিনি।
তবে তিনি আগামী ৩১ জুলাই এই পদটি ছেড়ে দিতে চলেছেন।
এর পরও তিনি সংস্থার একজন নন-এগজিকিউটিভ নন-ইনডিপেন্ডন্ট ডিরেক্টর হিসাবে কাজ চালিয়ে যাবেন।
জুন ত্রৈমাসিকের আয় ব্যয়ের রির্পোট পেশ করার পর এ দিন বাজারের শুরুতে নীচের দিকে ছিল বাজাজ ফিনান্সের শেয়ার দর। প্রথম ত্রৈমাসিক মুনাফা ১৯.৪০ শতাংশ কমেছে সংস্থার।
রাহুল বাজাজের পদত্যাগের কথা ঘোষণার পর তা প্রায় ৬ শতাংশ পড়ে যায়।
রাহুল বাজাজের পর কে?
রাহুল বাজাজের স্থলাভিষিক্ত হবেন তাঁর পুত্র সঞ্জীব বাজাজ। আগামী ১লা আগস্ট থেকে সংস্থার ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্বে নেবেন।
শিল্পপতি রাহুল বাজাজ বরাবরই স্পষ্ট বক্তা। বিভিন্ন অনুষ্ঠানে তিনি চাঁছাছোলা ভাষায় নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করেছেন।