বর্তমান ভোক্তাব্যবস্থায় ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে আর্থিক লেনদেন অত্যন্ত সুবিধাজনক হয়েছে। তবে সময়মতো বিল পরিশোধ না করলে এটি দ্রুত ঋণের দিকে নিয়ে যেতে পারে। ক্রেডিট কার্ডের দেনা নিয়ন্ত্রণে রাখতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও কিছু কার্যকর কৌশল।
ক্রেডিট কার্ড দেনা কিভাবে তৈরি হয়?
ক্রেডিট কার্ডের দেনা তৈরি হয় যখন গ্রাহকরা নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে পারেন না। সাধারণত বিলিং সাইকেলের শেষে কিছুদিনের গ্রেস পিরিয়ড দেওয়া হয়। এই সময়ের মধ্যে পুরো পরিমাণ টাকা পরিশোধ করা না হলে, বাকি টাকার উপর উচ্চ হারে সুদ (এপিআর) প্রযোজ্য হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই সুদ বৃদ্ধি পায় এবং দেনা দ্রুত বেড়ে যায়।
ক্রেডিট কার্ড দেনা কমানোর উপায়:
১. প্রথমে উচ্চ সুদ বিশিষ্ট কার্ড পরিশোধ করুন: আপনি যে কার্ডের উপর সর্বোচ্চ সুদ দিচ্ছেন, সেটি আগে পরিশোধ করার দিকে মনোযোগ দিন। এর ফলে সময়ের সঙ্গে সুদের খরচ অনেকটাই কমে যাবে।
২. নিম্নতম ব্যালেন্স বিশিষ্ট কার্ডগুলির দেনা পরিশোধ করুন: উচ্চ সুদ বিশিষ্ট কার্ড পরিশোধের পরে, যেসব কার্ডে কম টাকা বাকি রয়েছে, সেগুলির দেনা মেটাতে মনোযোগ দিন। এতে দেনা মেটানোর মানসিক চাপ কিছুটা হ্রাস পাবে।
৩. বিলকে ছোট ছোট অংশে ভাগ করুন: একেবারে পুরো বিলের দিকে তাকানোর পরিবর্তে, বিলকে ছোট ছোট ভাগে ভাগ করুন। এতে খরচ ও দেনা স্পষ্ট হয়ে যাবে এবং এগুলো সহজে মেটানো সম্ভব হবে।
৪. কম সুদের কার্ডে ব্যালেন্স ট্রান্সফার করুন: উচ্চ সুদ বিশিষ্ট কার্ডের থেকে কম সুদের কার্ডে ব্যালেন্স ট্রান্সফার করুন। এতে সুদের খরচ কমানো যাবে এবং দেনা দ্রুত মেটানো সম্ভব হবে।
৫. বিলকে ইএমআই-তে পরিণত করুন: যদি দেনার পরিমাণ বেশি হয়, তবে ব্যাংকের সাহায্যে সেটি ইএমআই-তে রূপান্তর করুন। এতে ছোট ছোট কিস্তিতে টাকা পরিশোধ করা সম্ভব হবে এবং সুদের হারও কম হবে।
৬. সময়মতো বিল পরিশোধ করুন: সময়মতো ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিলের তারিখ মনে রাখার জন্য রিমাইন্ডার সেট করুন বা অটো পেমেন্ট সক্রিয় করুন।
৭. পার্সোনাল লোনের কথা ভাবুন: যদি দেনার বোঝা খুব বেশি হয়, তবে পার্সোনাল লোন নিয়ে সেই টাকাগুলি মিটিয়ে দিন। পার্সোনাল লোনের সুদের হার সাধারণত ক্রেডিট কার্ডের থেকে কম হয়, ফলে ঋণ পরিশোধ সহজ হবে।