বিবি ডেস্ক : অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যক্তিগত আয়করেও ছাড়ের ঘোষণা করতে পারে কেন্দ্র। বদল হতে পারে আয়করের স্ল্যাবে।
ক্রয় ক্ষমতা বাড়াতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার একাধিক পদক্ষেপ নিয়ে। জোর দেওয়া হয়েছে ব্যাঙ্কিং ব্যবস্থার সংস্কারে,। এবার ব্যক্তিগত আয়করে ছাড় বাড়িয়ে পরিস্থিতি সামাল দিতে চায়ে কেন্দ্র।
বর্তমানে ১০ লক্ষ টাকার উপর আয়ে ৩০ শতাংশ আয়কর দিতে হয়। এই স্ল্যাবে বদলের পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া ঘর ভাড়া এবং ব্যাঙ্কের কিছু ধরনের সঞ্চয়ের ক্ষেত্রে ছাড় দেওয়া হতো তার কিছু নিয়মে বদল আনা হতে পারে বলে জানা গিয়েছে।
তবে এ নিয়ে অর্থমন্ত্রকের কোনো আধিকারিক কোনো মন্তব্য করতে চাননি।
অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্র ইতিমধ্যেই বেশকিছু পদক্ষেপ নিয়েছে অর্থমন্ত্রক। কর্পোরেট ট্যাক্সে ছাড়ের পাশাপাশি, সরাসরি বিদেশি বিনিয়োগের নিয়মকে কিছুটা শিথীল করেছে। এবার আয়করের ক্ষেত্রেও কিছুটা ছাড় দেওয়ার রাস্তায় হাতে পারেন নির্মলা সীতারমণ।