নতুন কর ব্যবস্থা: PPF, NSC, ELSS কি এখনো বিনিয়োগের জন্য ভালো না কি ফিক্সড ডিপোজিটই সেরা?

২০২৩ সালে নতুন কর ব্যবস্থা (New Tax Regime) চালু হওয়ার পর ২০২৫ সালের বাজেটে ১২ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত করা হয়েছে। ফলে প্রায় ৯০% করদাতা পুরনো কর ব্যবস্থা বাদ দিয়ে নতুন ব্যবস্থায় যেতে পারেন। তবে এতে PPF, NSC, ELSS-এর মতো কর সাশ্রয়ী বিনিয়োগের চাহিদা কমতে পারে। তাহলে কি এখন ফিক্সড ডিপোজিটই (FD) সঞ্চয়ের ভালো বিকল্প?

কর ছাড়ের দিক থেকে

  • পুরনো কর ব্যবস্থা: PPF, NSC, ELSS-এ বিনিয়োগ করলে কর ছাড় পাওয়া যেত।
  • নতুন কর ব্যবস্থা: কর ছাড় নেই, তাই PPF বা NSC-তে বিনিয়োগের আলাদা সুবিধা নেই।
  • ফিক্সড ডিপোজিট (FD): কর ছাড় নেই, ফলে PPF ও FD একই অবস্থানে।

রিটার্নের দিক থেকে

  • PPF: বর্তমান বার্ষিক সুদের হার ৭.১%
  • FD: ব্যাংকভেদে সুদের হার ৭% – ৭.১৫%
  • রিটার্নের দিক থেকে খুব বেশি পার্থক্য নেই।

করযোগ্য রিটার্ন

এখানেই মূল পার্থক্য গড়ে ওঠে—

  • PPF-এর আয় সম্পূর্ণ করমুক্ত
  • FD থেকে অর্জিত সুদ করযোগ্য, ফলে ৩০% করের আওতায় পড়লে FD-এর প্রকৃত রিটার্ন ৫ শতাংশের কম হয়ে যায়

কী করা উচিত?

বিশেষজ্ঞদের মতে, কর ছাড় না থাকলেও PPF দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য উপযুক্ত।

  • PPF: অবসর পরিকল্পনার জন্য ভালো, দীর্ঘমেয়াদে করমুক্ত রিটার্ন দেয়।
  • NSC: মূলধন ও সুদের উপর সরকারি গ্যারান্টি আছে, নিরাপদ বিনিয়োগ।
  • FD: স্বল্পমেয়াদী লক্ষ্যের জন্য উপযুক্ত (২-৩ বছর)।

সবমিলিয়ে নতুন কর ব্যবস্থায় কর সাশ্রয়ের সুবিধা কমলেও PPF, NSC-এর মতো বিনিয়োগ এখনো FD-র তুলনায় ভালো বিকল্প। কারণ এগুলোর আয় করমুক্ত। তবে বিনিয়োগকারীদের উচিত লক্ষ্য অনুযায়ী PPF, NSC, FD—সবকিছুর ভারসাম্যপূর্ণ ব্যবহার করা।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.