বিবি ডেস্ক: আর্থিক মন্দা নিয়ে মুখ খুললেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মুকেশ অম্বানি। বুধবার এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশে অর্থনৈতিক মন্দ চলছে, তবে তা সাময়িক।
সৌদি আরবে তিনি বার্ষিক বিনিয়োগ ফোরামের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। ওই অনুষ্ঠানে মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অনুষ্ঠানে মুকেশ অম্বানি বলেন, ‘‘হ্যাঁ দেশে সামান্য অর্থনৈতিক মন্দা চলছে। আমার মতে তা সাময়িক।’’
তিনি আরও বলেন,‘‘গত কয়েক মাস ধরে যে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, তার ফল ফলবে এবং আমি নিশ্চিত যে আগামী ত্রৈমাসিকে পরিস্থিতি বদল হবে।’’
আগামী দশক : অর্থনৈতিক উচ্চাকাঙ্খার একটি নতুন যুগে কী ভাবে বিশ্ব অর্থনীতির রূপ দেবে এই শীর্ষক আলোচনায় বক্তব্য রাখছিলেন মুকেশ অম্বানি। আর্থিক মন্দার প্রসঙ্গ টানলেও তিনি দুদেশের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘‘দুদেশ ভাগ্যবান যে বর্তমান সময়ে বিশ্বের সেরা নেতাকে তারা পেয়েছে।’’
বিগত পাঁচটি ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির হার ক্রমশ নামতে থেকেছে।
কর্পোরেট ট্যাক্স কমানোর পাশাপাশি চলিত আর্থিক মন্দা কাটিয়ে উঠছে নরেন্দ্র মোদী সরকার একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। তাই শুধু মুকেশ অম্বানি নয়, এই পদক্ষেপের ফলে আগামী ত্রৈমাসিকে আর্থিক মন্দা কতটা কাটিয়ে ওঠা যেতে পারে তার দিকে নজর সবার।