IRCTC SBI Card Premier: ট্রেনের টিকিট বুকিংয়ে ১০% ফ্ল্যাট ক্যাশব্যাক, কার্ডের বৈশিষ্ট্যগুলি জেনে নিন

sbi

আইআরসিটিসি এসবিআই কার্ড প্রিমিয়ারের বিশেষ বৈশিষ্ট্য এবং চার্জ সম্পর্কে বিস্তারিত জানুন…

বিবি ডেস্ক: আপনি যদি খুব বেশি ট্রেনে সফর করেন, তা হলে আইআরসিটিসি এসবিআই কার্ড প্রিমিয়ারটি আপনার পক্ষে উপকারী হতে পারে। এই কার্ডের মাধ্যমে আপনি আইআরসিটিসির অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিংয়ে ১০ শতাংশের ফ্ল্যাট ক্যাশব্যাক পাবেন।

এই ক্রেডিট কার্ডের জন্য এসবিআই কার্ড (SBI Card) চুক্তি করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (Indian Railway Catering and Tourism Corporation)-এর সঙ্গে।

কার্ডের বিশেষ বৈশিষ্ট্য

*এসি -১, এসি -২, এসি -৩ এবং এসি-চেয়ার কারের টিকিটের জন্য এই কার্ডের মাধ্যমে আইআরসিটিসি ওয়েবসাইট irctc.co.in বা মোবাইল অ্যাপে (অ্যান্ড্রয়েড) বুকিং করলে পুরষ্কার হিসাবে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন।

*এই কার্ডের মাধ্যমে, air.irctc.co.in-এ ফ্লাইটের টিকিট বুকিংয়ের পুরষ্কার পয়েন্ট আকারে ৫ শতাংশ ভ্যালুব্যাক দেওয়া হয়।

*এই কার্ডের মাধ্যমে ecatering.irctc.co.in থেকে কেনাকাটা করলে ৫ শতাংশ ভ্যালুব্যাক দেওয়া হয়।

*এই কার্ডের মাধ্যমে আইআরসিটিসি ওয়েবসাইট irctc.co.in-এ টিকিট বুকিংয়ের জন্য ১ শতাংশ লেনদেনের চার্জ নেওয়া হয় না।

*এই কার্ডের মাধ্যমে air.irctc.co.in-এ ফ্লাইট টিকিট বুকিংয়ের জন্য ১.৮ শতাংশ লেনদেনের চার্জ নেওয়া হয় না।

*ওয়েলকাম গিফট হিসাবে ১৫০০ পুরস্কার পয়েন্ট পাওয়া যায়। ইত্যাদি।

মাইলস্টোন ক্যাশব্যাক

*এক বছরে রেলে ভ্রমণের জন্য ৫০ হাজার টাকা খরচ করলে ২৫০০ পুরস্কার পয়েন্ট।

*এক বছরে ভ্রমণের জন্য এক লক্ষ টাকা ব্যয় করলে ৫,০০০ পুরস্কার পয়েন্ট।

*এক বছরে দু’লক্ষ টাকা খরচ করলে বার্ষিক ফি ফিরিয়ে দেওয়া হবে।

আইআরসিটিসি এসবিআই কার্ড প্রিমিয়ারের চার্জ

*এই কার্ডে যোগদানের ফি ১৪৯৯ টাকা।

*এই কার্ডের বার্ষিক ফি ১৪৯৯ টাকা।

আরও পড়তে পারেন: ডিজিটাল পেমেন্টের সময় বিপদ এড়াতে এই ৫টি পদ্ধতি মেনে চলুন

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.