আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক আগামী ১৫ নভেম্বর, ২০২৪ থেকে তাদের ক্রেডিট কার্ডের নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে যাচ্ছে। এই পরিবর্তন লক্ষাধিক কার্ডধারীর ওপর প্রভাব ফেলবে। নতুন নিয়মগুলিতে রিওয়ার্ড পয়েন্ট, লেনদেনের ফি এবং বিভিন্ন কার্ড ক্যাটাগরিতে সুবিধাগুলির পরিবর্তন করা হয়েছে।
নতুন নিয়মাবলী:
১. শিক্ষা পেমেন্টে ১% ফি: আইসিআইসিআই ক্রেডিট কার্ড দিয়ে যদি স্কুল বা কলেজের ফি পেমেন্ট করা হয় এবং সেই পেমেন্ট যদি তৃতীয় পক্ষের অ্যাপস (যেমন CRED, Paytm, Cheque, MobiKwik) দিয়ে করা হয়, তবে ১% লেনদেন ফি ধার্য করা হবে। তবে, যদি এই ফি এড়াতে চান, তাহলে সরাসরি স্কুল বা কলেজের ওয়েবসাইটে অথবা পিওএস মেশিনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
২. সরকারি লেনদেনে রিওয়ার্ড নেই: নতুন নিয়মের আওতায়, সরকারি লেনদেনে ক্রেডিট কার্ড ব্যবহার করে কোন রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না।
৩. সুবিধার হ্রাস: আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন পেমেন্টে রিওয়ার্ডের পরিমাণ কমিয়ে দিয়েছে। ইউটিলিটি এবং বীমা পেমেন্টের জন্য রিওয়ার্ড পয়েন্ট কমানো হয়েছে। প্রিমিয়াম কার্ডধারীদের জন্য রিওয়ার্ড পয়েন্টের মাসিক সীমা ৮০,০০০ টাকা, এবং অন্যান্য কার্ডধারীদের জন্য ৪০,০০০ টাকা।
৪. গ্যাসের সুরক্ষার ওয়েভার: গ্যাসের সারচার্জ মওকুফের উপর নতুন সীমা আরোপ করা হয়েছে।
৫. স্পা সুবিধা বন্ধ: DreamFolks কার্ডের মাধ্যমে স্পা সুবিধা এখন আর পাওয়া যাবে না।
আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডধারীদের জন্য এই পরিবর্তনগুলি বেশ কিছু সুবিধা কমে যাচ্ছে। যার ফলে কার্ড ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ বাড়তে পারে। ব্যাঙ্কের তরফে গ্রাহকদের এসএমএস-এর মাধ্যমে এই পরিবর্তনের তথ্য জানানো হয়েছে।