বিবি ডেস্ক: প্রত্যেক বছরই নিয়ম করে জীবন প্রমাণ (Jeevan Pramaan) বা বার্ষিক জীবন শংসাপত্র (annual life certificate) জমা করতে হয় কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের। নইলে বন্ধ হয়ে যেতে পারে পেনশন।
পেনশনভোগী যে জীবিত রয়েছেন, তার প্রমাণ হিসেবে পেনশন ডিসবারসিং এজেন্সি ((PDA)-তে এই শংসাপত্র জমা দিতে হয়। প্রত্যেক বছরের ১ নভেম্বর থেকে শুরু হয় এই শংসাপত্র জমা দেওয়ার পক্রিয়া। তবে আশি বছরের বেশি বয়স্ক পেনশনভোগীদের জন্য বাড়তি সময় দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। প্রত্যেক বছরের ১ অক্টোবর থেকেই তাঁরা এই শংসাপত্র জমা করার সুবিধা পান।
বিভিন্ন পদ্ধতিতে জমা করা যায় এই শংসাপত্র। অফলাইন এবং অনলাইন, নিজের সুবিধা মতো যে কোনো ভাবে এই কাজটি সেরে ফেলতে পারেন পেনশনপ্রাপক।
এজেন্সিতে গিয়ে
একজন পেনশনভোগী ব্যাঙ্ক, পোস্ট অফিস এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলেক সরকারি অফিসের মতো পেনশন বিতরণকারী সংস্থাগুলিতে গিয়ে শংসাপত্র জমা দিতে পারেন বা ডিজিটাল ভাবেও জমা দিতে পারেন। পেনশনভোগী যদি এজেন্সিতে না যেতে পারেন, তা হলে নির্ধারিত ফরম্যাটে যে কোনো মনোনীত আধিকারিকের স্বাক্ষরিত জীবন শংসাপত্র জমা দিতে পারেন।
অ্যাপ ডাউনলোড
জীবন প্রমাণ পোর্টাল ব্যবহার করে অনলাইনে নিজের বার্ষিক জীবন শংসাপত্র জমা দিতে পারেন কোনো পেনশনভোগী। এই পদ্ধতিতে, পেনশনভোগীদের অবশ্যই জীবন প্রমাণ অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং ইউআইডিএআই (UIDAI)-এর বাধ্যতামূলক ডিভাইসের মাধ্যমে ক্যাপচার করা বায়োমেট্রিক্স তথ্য দিতে হবে।
পোস্ট অফিসের বিশেষ পরিষেবা
ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (Meity) এবং ডাক বিভাগের ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) ২০২০ সালে পোস্টম্যানের মাধ্যমে ডিজিটাল জীবন শংসাপত্র জমা দেওয়ার জন্য বিশেষ পরিষেবা চালু করেছে। এতে ঘরে গিয়ে এই শংসাপত্র সংগ্রহ করা হয়। গুগল প্লে স্টোর (Google PlayStore) থেকে পোস্ট ইনফো (Postinfo) অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এই সুবিধাটি ব্যবহার করতে পারেন।
ব্যাঙ্কের ডোরস্টেপ পরিষেবা
এ ছাড়া দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ১০০টি বড়ো শহরে পেনশনপ্রাপকদের দোরগড়ায় পৌঁছে দিচ্ছে এই পরিষেবা। ডোরস্টেপ ব্যাঙ্কিং (DSB) মোবাইল অ্যাপ্লিকেশন, ডিএসবি-র অফিসিয়াল ওয়েবসাইট বা টোল-ফ্রি নম্বর – 18001213721, 18001037188-এর মাধ্যমে এই পরিষেবা বুক করতে পারেন।
ফেস অথেন্টিকেশন
লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার আরেকটি পদ্ধতি হল ইউআইডিএআই আধার সফটওয়্যারের উপর ভিত্তি করে ফেস অথেন্টিকেশন প্রযুক্তি ব্যবহার করা। এতে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করা যায়। স্মার্টফোনের মাধ্যমে পেনশনভোগীর মুখে ছবি তুলে জীবন প্রমাণ অ্যাপের সাহায্যে ডিজিটাল জীবন শংসাপত্র তৈরি করা যায়।
আরও পড়ুন: অবসর জীবনে চিন্তামুক্ত থাকতে মেনে চলুন এই পাঁচ বিনিয়োগ-নিয়ম